সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার একটি পেট্রল পাম্পে তেলবাহী ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন।
রোববার (২১ জানুয়ারি) বিকেলে মদিনা মার্কেটস্থ নর্থ-ইস্ট পেট্রল পাম্পে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নর্থ-ইস্ট পেট্রল পাম্পে একটি ট্রাকে তেল দেওয়ার মেশিনের পাইপে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে ট্রাকের চাকায় আগুন ছড়িয়ে পড়লে ট্রাক চালক দ্রুত ট্রাকটিকে সরিয়ে সামনের সড়কে নিয়ে যান। পরে পার্শ্ববর্তী একটি কার ওয়াশিং সেন্টার থেকে ওয়াটার সাপ্লাই পাইপ দিয়ে ট্রাকের চাকায় দ্রুত পানি ঢেলে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আহতরা হলেন- সিলেট মহানগরের ঘাসিটুলা বেতের বাজার এলাকার মো. জাফর আলীর ছেলে মো. মনতাজ মিয়া (৩৫), একই এলাকার মো. মঙ্গল মিয়ার ছেলে লিটন মিয়া (২৫), মতি মিয়ার ছেলে আলম মিয়া (২৩), মিছির আলীর ছেলে মতি মিয়া (৬০) ও রজনী চন্দ দাসের ছেলে সুভাষ দাস (৫৫)।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সিলেট ফায়ার স্টেশন দক্ষিণ শাখার কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, আমাদের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। এ ঘটনায় ৫ জন হতাহত হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ এইচ এম রাশেদুল ফজল জানান, দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। তাদেরকে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।