দুর্ঘটনা রোজ ঘটে না। কিন্তু স্বাভাবিক সময়েই প্রস্তুতি নিয়ে রাখতে হয় সেই বিপদের জন্য। বড় ধরনের ভূমিকম্প হতে পারে যখন-তখন। ঠেকানোর উপায় তো নেই। তাই ক্ষয়ক্ষতি কমাতে স্বাভাবিক সময়ে অবশ্যই এ বিষয়ে প্রশিক্ষণ নিয়ে রাখতে হবে। ভূমিকম্প কখন হবে, তা আগে থেকে জানার সুযোগ নেই, প্রস্তুত থাকতে হবে সব সময়ের জন্য।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক এবং মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার মনে করেন, ভূমিকম্প হলে কী করতে হবে, তার মহড়াও করা উচিত মাঝেমধ্যে। কীভাবে বেরোতে হবে, বেরোনোর সুযোগ না থাকলে কোথায় কীভাবে অবস্থান নিতে হবে—সবকিছুই অনুশীলন করতে হবে। আর ভূমিকম্পের সময় অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে।
ভূমিকম্পের সময়
ভূমিকম্প হচ্ছে যখন টের পেলেন, তখন আপনার অবস্থান যদি নিচতলা বা দোতলায় হয়, যেখান থেকে ১০-১৫ সেকেন্ডের মধ্যে বেরিয়ে যেতে পারবেন, তাহলে মাথা বাঁচিয়ে বেরিয়ে পড়ুন। বেরিয়ে দ্রুত আশপাশের কোনো ফাঁকা জায়গায় অবস্থান নিন; কিন্তু আপনি যদি বহুতল ভবনে থাকেন, যেখান থেকে বেরিয়ে ফাঁকা জায়গায় পৌঁছতে সময় লাগবে, তাহলে ভবনের ভেতরেই থাকুন। ভবনের বিম বা কলামের সংযোগস্থল তুলনামূলক নিরাপদ জায়গা। এ ছাড়া কাঠের খাট, টেবিল বা বেঞ্চের নিচেও থাকতে পারেন। এ রকম জায়গায় মাথায় বালিশ বা ব্যাগ চেপে কিংবা দুহাতে মাথা ঢেকে, উপুড় হয়ে বসে থাকতে হবে কম্পন থাকা অবধি। সিঁড়িকোঠায়ও এভাবে আশ্রয় নিতে পারেন।
যা করবেন না
ভূমিকম্প থেমে গেলে
বড় ধরনের ‘আফটার শক’–এর ঝুঁকি থাকে বলে প্রথম কম্পন থেমে যাওয়ার পর সবারই খোলা জায়গায় গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করা উচিত। মুঠোফোনের রেডিও বা ইন্টারনেটে সংবাদ জানতে চেষ্টা করুন—কখন ঘরে ফেরা নিরাপদ বা কোনো নির্দেশনা রয়েছে কি না। ভবনে চিড় বা ফাটল দেখা দিলে কিংবা অন্যভাবে ক্ষতিগ্রস্ত হলে বিশেষজ্ঞদের পরামর্শ নিন।
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh