× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ময়মনসিংহে ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি

২০ জানুয়ারি ২০২৪, ২২:৫৮ পিএম । আপডেটঃ ২০ জানুয়ারি ২০২৪, ২২:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরীতে অভিযান চালিয়ে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ২৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

শনিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর বুড়া পীরের মাজারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাকৃতরা হলেন- নগরীর বলাশপুর আবাসনের সুলতান মিয়া (২১), একই এলাকার মো.শান্ত (১৯), আকুয়া হাবুন বেপারী মোড় এলাকার মহিবুল হোসেন মিঠু (৩২), চর গোবাদিয়া বড়ইকান্দি সরকারি আবাসনের আবু হানিফ (৩৯) ও চরপাড়া এলাকার নাহিদ হাসান নাঈম (২৬)।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, এরা দীর্ঘদিন যাবত শহরে ছিনতাই করে আসছে। এছাড়া নিয়মিত মাদক বিক্রিও করছে। গ্রেপ্তার সুলতানের বিরুদ্ধে নয়টি মামলা, মহিবুল হোসেন মিঠুর বিরুদ্ধে একটি মামলা, আবু হানিফের বিরুদ্ধে দুইটি মামলা ও নাহিদ হাসান নাঈমের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে শনিবার কোতোয়ালি মডেল থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.