ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট রুটে গতকাল শনিবার রাত সোয়া ১টা থেকে ফেরি ও লঞ্চসহ সব ইঞ্জিনচালিত নৌযান চলাচল বন্ধ রয়েছে। রাত সোয়া ১টা থেকে ঘন কুয়াশা পড়তে থাকলে নৌ-পথ অস্পষ্ট হয়ে যায়। এ কারণে দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।
আজ রবিবার (২১ জানুয়ারি) সকাল সোয়া ৫টার দিকে কুয়াশার ঘনত্ব কমতে থাকলে এ দুই নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। কিন্ত আবার সকাল ৭টার দিকে কুয়াশা বাড়লে ফেরি চলাচল বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এসময় পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে মাঝ নদীতে লোড নিয়ে খান জাহান আলীসহ ছয়টি ফেরি আটকা পড়ে। এ দুই রুটে ফেরি ও লঞ্চ পারাপার বাস কোচসহ বিভিন্ন যানবাহন ও যাত্রীরা ঘাট এলাকায় এসে আটকা পড়েছেন। ফলে নদী পারাপার যাত্রীদেরকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে তীব্র শীতের মধ্যে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আরিচা অফিসের বিআইডব্লিউটিসির এজিএম আব্দুস সালাম জানান, গতকাল শনিবার রাত সোয়া ১টা দিকে ঘন কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে পাটুরিয়া- দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। কিন্ত আজ সকাল সোয়া ৫টার দিকে ফেরি চলাচল শুরু করা হলেও আবার কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে সকাল ৭টার দিকে ফেরি বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার ঘনত্ব কমতে থাকলে এ নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হবে।