যশোরের ঝিকরগাছা উপজেলায় বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বন্ধুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে।
শনিবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া।
নিহত তৌফিক হোসেন (২২) উপজেলার কৃষ্ণনগর গ্রামের শাহাদত হোসেনের ছেলে ও স্থানীয় আফিল ফার্মের কর্মচারী।
স্থানীয়দের বরাতে ওসি কামাল বলেন, কাটাখালী গ্রামের কাশেম মোড়লের ছেলে কেসমত বাবু ওরফে ক্যাসেটের সঙ্গে তৌফিকের বন্ধুত্ব ছিল। এ সম্পর্কের কারণে বাবুর বাড়িতে যাওয়া-আসা করত তৌফিক। এক সময় বাবুর স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান তৌফিক। পরে বিষয়টি জানতে পারেন বাবু। শনিবার সকালে তৌফিক কাজে যাওয়ার পথে বাবুর বাড়িতে গেলে দুইজনের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করেন বাবু।
তবে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন ওসি কামাল।