× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিয়ে বাড়ির খাবার খেয়ে হাসপাতালে বরযাত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি

১৯ জানুয়ারি ২০২৪, ২১:৩৭ পিএম । আপডেটঃ ১৯ জানুয়ারি ২০২৪, ২১:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের  রায়পুরের বিয়ে বাড়ির খাবার খেয়ে বরপক্ষের ২৫ জনসহ প্রায় শতাধিক অতিথি অসুস্থ হয়েছেন। 

শুক্রবার (১৯ জানুয়ারি) রাত ৯টার দিকে ২৫ জনকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৫ জন পুরুষ, ১১ জন নারী ও ৯ জন শিশু। এরা সবাই রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের কেরোয়া গ্রামের বাসিন্দা। 

তাছাড়া, অসুস্থ অন্যদের ফরিদগঞ্জ, চাঁদপুর ও মতলবের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।শুক্রবার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরমান্দারি গ্রামের তফদার বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, বর মো. মানিকের বাড়ি রায়পুর উপজেলার কেরোয়া গ্রামে। আর কনে তারিন আক্তারের বাড়ি চরমান্দারি। শুক্রবার দুপুরে কনের বাড়িতে তাদের বিবাহোত্তর ভোজের আয়োজন করা হয়েছিল। সন্ধ্যার পর থেকেই সবাই বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন। ধীরে ধীরে বমি ও পাতলা পায়খানা শুরু হয়। এরপর তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। 

বরের বড় ভাই মো. মাসুম পাটওয়ারী (৩০) বলেন, ‘সম্ভবত দই থেকে বিষক্রিয়া হয়েছে। অসুস্থদের চিকিৎসা চলছে। অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিদের সবাই কমবেশি অসুস্থবোধ করছেন। এ ঘটনার পর আমাদের বাড়িতে শনিবার দুপুরের বৌভাত অনুষ্ঠানটিও বাতিল করা হয়েছে।’

কনের মামা মো. আজহার ভূঁইয়া বলেন, ‘অনুষ্ঠানে প্রায় ৩০০ অতিথি খাবার খেয়েছেন। এদের মধ্যে শতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদেরকে রায়পুর, ফরিদগঞ্জ, চাঁদপুর ও মতলবে নেওয়া হয়েছে। এছাড়া অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতেই রয়েছেন। একই খাবার খাওয়া অন্যরাও সুস্থ রয়েছেন।’

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম বলেন, ‘খাদ্যে বিষক্রিয়ায় এমনটি হয়েছে বলে প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে। এর পরও খাবারের নমুনা পরীক্ষা করা সম্ভব হলে নিশ্চিত কারণটি জানা যাবে। ভর্তি হওয়া ২৫ জনকে আমাদের সাধ্যমতো আমরা সেবা দিয়ে যাচ্ছি। তারা আশংকামুক্ত।’

বিষয় : লক্ষ্মীপুর

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.