× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুন্সীগঞ্জে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৯ জানুয়ারি ২০২৬, ২১:৪১ পিএম । আপডেটঃ ১৯ জানুয়ারি ২০২৬, ২১:৪১ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মা-মেয়ের মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থল পরিদর্শন করছে পুলিশ। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি ভাড়া বাসায় মা ও মেয়েকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামের ‘কমল মঞ্জিল’ নামের একটি বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন— আমেনা বেগম (৩৫) ও তার আট বছর বয়সী শিশু সন্তান মরিয়ম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আমেনা বেগম তার স্বামী মিজান মিয়াসহ গত চার মাস ধরে মো. নূরুজ্জামানের মালিকানাধীন ওই বাড়িতে ভাড়া থাকছিলেন। সোমবার বেলা ১১টার দিকে প্রতিবেশীরা কোনো সাড়া-শব্দ না পেয়ে ওই ঘরে ডাকতে যান। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সাড়া না মেলায় তারা দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করেন। এসময় ঘরের মেঝেতে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান গণমাধ্যমকে জানান, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ বা পরকীয়া সংক্রান্ত কোনো বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে প্রকৃত কারণ উদঘাটনে আমরা নিবিড়ভাবে তদন্ত শুরু করেছি।"

এদিকে, দিনের আলোতে এমন জোড়া খুনের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.