ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জনসমাগমস্থলে প্রকাশ্যে দাঁড়িয়ে প্রস্রাব করার দায়ে আলাউদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার পার্বতীপুর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। পরিচ্ছন্নতা বজায় রাখা ও সামাজিক শিষ্টাচার রক্ষায় প্রশাসনের এমন উদ্যোগ এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার পার্বতীপুর বাজারে সাপ্তাহিক হাট চলাকালীন প্রচুর মানুষের সমাগম ছিল। এ সময় রাস্তার পাশে একটি খোলা স্থানে প্রকাশ্যে দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন আলাউদ্দিন। কাকতালীয়ভাবে ওই পথ দিয়েই যাচ্ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। বিষয়টি নজরে আসায় তিনি তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত আলাউদ্দিন হরিণাকুণ্ডু পৌরসভার পার্বতীপুর গ্রামের রফি হোসেনের ছেলে। দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারায় জনবিরক্তি সৃষ্টির অপরাধে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা জানান, "জনাকীর্ণ স্থানে প্রকাশ্যে এমন কাজ অত্যন্ত দৃষ্টিকটু এবং সাধারণ মানুষের জন্য অস্বস্তিকর। জনস্বার্থ ও পরিবেশগত পরিচ্ছন্নতা বিবেচনায় তাকে এই প্রতীকী জরিমানা করা হয়েছে।"
এ বিষয়ে হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দিদারুল আলম বলেন, "বাজার একটি গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল। সেখানে পরিবেশের শৃঙ্খলা বজায় রাখা জরুরি। উন্মুক্ত স্থানে এমন আচরণ আইনত দণ্ডনীয় হওয়ায় ভ্রাম্যমাণ আদালত যথাযথ ব্যবস্থা নিয়েছেন।"
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে জনস্বার্থে প্রশাসনের এমন কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন।