× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৬

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৬ জানুয়ারি ২০২৬, ১২:৫৯ পিএম । আপডেটঃ ১৬ জানুয়ারি ২০২৬, ১৩:২৪ পিএম

উত্তরার ১১ নম্বর সেক্টরে আগুনে ক্ষতিগ্রস্ত সেই ছয়তলা ভবন। ছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে

রাজধানীর উত্তরায় একটি ছয়তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। আজ শুক্রবার সকালে উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি ছয়তলা বাড়ির দ্বিতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

সকালে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ১৩ জনকে দ্রুত কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার শাহরিয়ার আলী নিশ্চিত করেন যে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজন নারী, একজন পুরুষ ও একজন শিশু রয়েছে। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আগুনের তীব্রতা ও হতাহতের কারণ সম্পর্কে ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ঘরের ভেতর প্রচুর আসবাবপত্র থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ার সৃষ্টি হয়। ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩ এর উপ-সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। দ্বিতীয় তলা থেকে শুরু হওয়া আগুন দ্রুত তিনতলা পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল।

ফায়ার সার্ভিসের তৎপরতায় সকাল ৮টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টার দিকে তা সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়। বর্তমানে ভবনটিতে তল্লাশি চালানো হচ্ছে এবং পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.