সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বৃহস্পতিবার রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে শিক্ষার্থীদের অবস্থান ও বিক্ষোভ।
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনের অংশ হিসেবে ‘অধ্যাদেশ মঞ্চ’ গঠন ও ‘গণজমায়েতের’ নতুন কর্মসূচি ঘোষণা করে দ্বিতীয় দিনের মতো সড়ক ছেড়েছেন রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) টানা পাঁচ ঘণ্টা সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে রাখার পর সন্ধ্যা পৌনে ৬টায় তারা এই ঘোষণা দেন। এর ফলে দীর্ঘ সময় থমকে থাকা যান চলাচল পুনরায় স্বাভাবিক হতে শুরু করেছে।
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে বৃহস্পতিবার দুপুর পৌনে ১টা থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। আন্দোলনের মুখপাত্র ও ঢাকা কলেজের শিক্ষার্থী মো. নাঈম হাওলাদার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, “আগামী সোমবার (২০ জানুয়ারি) আমরা সায়েন্স ল্যাবরেটরিতে বিশাল গণজমায়েত করব। সেখানে একটি ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করা হবে। রাষ্ট্রের নীতি-নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ এবং আন্দোলনের পরবর্তী দিকনির্দেশনা ওই মঞ্চ থেকেই ঘোষণা করা হবে।”
অবরোধের কারণে সায়েন্স ল্যাবরেটরি ও টেকনিক্যাল মোড়সহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ ও যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েন। জনদুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে নাঈম হাওলাদার বলেন, “বিগত ১৬ মাস ধরে আমরা নিয়মতান্ত্রিক দাবি জানিয়ে আসছি। রাষ্ট্র বারবার আমাদের আশ্বস্ত করলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। তবে জরুরি প্রয়োজনে আটকে পড়া ব্যক্তিদের আমাদের শিক্ষার্থীরা সর্বোচ্চ সহযোগিতা করেছে।”
অবরোধ চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে ভাঙচুর ও দুই শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে আন্দোলনকারীরা জানান, তারা শান্তিপূর্ণ অবস্থানে ছিলেন। তবে কিছু শিক্ষার্থীর সঙ্গে ভুল বোঝাবুঝি ও ধাক্কাধাক্কির ঘটনায় অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির সৃষ্টি হয়।
উল্লেখ্য, সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন শিক্ষার্থীরা। তৎকালীন প্রতিশ্রুতি অনুযায়ী জানুয়ারি মাসের প্রথম দিকে অধ্যাদেশ জারির কথা থাকলেও তা বাস্তবায়ন না হওয়ায় পুনরায় রাজপথে নেমেছেন তারা। শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে সরকারের উপদেষ্টা পরিষদের সভায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ অনুমোদন দিয়ে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।
সাতটি কলেজ যথাক্রমে—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।
বিষয় : সাত কলেজ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
