রাজধানীর উত্তর বাড্ডায় একটি আবাসন কোম্পানির কার্যালয় লক্ষ্য করে দুই রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে এই হামলার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই এবং এটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো নির্বাচনী কার্যালয় নয় বলে নিশ্চিত করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে বিষয়টি স্পষ্ট করে বাড্ডা থানা পুলিশ ও এনসিপি কর্তৃপক্ষ।
বুধবার দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী কার্যালয়ে গুলিবর্ষণ করা হয়েছে। বিষয়টি নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি নিরসনে বিকেলে দলটির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম এক বার্তায় জানান, "বাড্ডার ৩৮ নম্বর ওয়ার্ডে এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গত মঙ্গলবার রাতে গুলির ঘটনা ঘটেছে। তবে এটি কোনো নির্বাচনী অফিস বা নাহিদ ইসলামের ব্যক্তিগত অফিস নয়। আমাদের প্রাথমিক ধারণা, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগসূত্র নেই।"
বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মো. আসাদুজ্জামান জানান, মঙ্গলবার রাতে উত্তর বাড্ডায় একটি আবাসন প্রতিষ্ঠানের অফিস লক্ষ্য করে দুর্বৃত্তরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ওই স্থানে গত নভেম্বর মাস পর্যন্ত এনসিপির একটি অস্থায়ী কার্যালয় ছিল, যা বর্তমানে আফতাবনগর এলাকায় স্থানান্তরিত হয়েছে।
তিনি আরও স্পষ্ট করেন যে, যেহেতু সেখানে বর্তমানে দলের কোনো কার্যক্রম নেই, তাই এটিকে রাজনৈতিক কার্যালয়ে হামলা হিসেবে দেখার সুযোগ নেই। কে বা কারা কী উদ্দেশ্যে এই গুলিবর্ষণ করেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।