× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রথমবার ঢাকায় আইএফএসি প্রেসিডেন্ট

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৪ জানুয়ারি ২০২৬, ১৪:৪৯ পিএম । আপডেটঃ ১৪ জানুয়ারি ২০২৬, ১৪:৫০ পিএম

সংবাদ সম্মেলনে আইসিএবি নেতৃবৃন্দ। ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী হিসাববিদদের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (আইএফএসি)-এর প্রেসিডেন্ট প্রথমবারের মতো পা রাখছেন ঢাকায়। আগামী শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর হোটেল লে মেরিডিয়ানে অনুষ্ঠিতব্য সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স-এ যোগ দেবেন তিনি। প্রযুক্তির আগ্রাসন আর কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এই যুগে হিসাববিদ্যা পেশার ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও নৈতিকতা নিয়ে যখন বিশ্বজুড়ে তুমুল বিতর্ক চলছে, ঠিক তখনই ঢাকায় বসছে দক্ষিণ এশিয়ার পেশাদার হিসাববিদদের এই মেগা সম্মেলন। বুধবার (১৪ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান আইসিএবি জানায়, এবারের মূল লক্ষ্যই হলো আর্থিক হিসাবের সাথে প্রযুক্তির নৈতিক ব্যবহার ও টেকসই পরিবেশগত প্রভাবের সমন্বয় ঘটানো।

সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, গতানুগতিক হিসাব রক্ষার দিন শেষ হয়ে আসছে। বর্তমানের ডিজিটাল পেমেন্ট এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের জোয়ারে বাংলাদেশ দ্রুত এগোলেও, এর সাথে যুক্ত হয়েছে নতুন ঝুঁকি। প্রযুক্তিগত অগ্রগতি কেবল ব্যবসার কাঠামোই বদলাচ্ছে না, বরং নিরীক্ষা পেশার চিরাচরিত সংজ্ঞাও বদলে দিচ্ছে। বক্তাদের মতে, আগামী দিনের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের কেবল সংখ্যা মেলালে চলবে না, বরং তাদের বুঝতে হবে অ্যালগরিদমিক নৈতিকতা। নতুবা প্রযুক্তির অপব্যবহারে আর্থিক খাতে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরির করুণ চিত্র ফুটে উঠতে পারে।

সম্মেলনের তিনটি টেকনিক্যাল সেশনে গুরুত্ব পাবে টেকসই উন্নয়ন ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়। আয়োজকদের দাবি, নতুন বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে আর্থিক স্বচ্ছতা ও নৈতিকতা নিশ্চিত করা অপরিহার্য। এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ নিজেকে একটি আধুনিক ও বিশ্বস্বীকৃত হিসাব পেশার কেন্দ্র হিসেবে প্রমাণের সুযোগ পাবে। সম্মেলনে ভারত, পাকিস্তানসহ সার্কভুক্ত দেশের ৫০০-এর বেশি প্রতিনিধি ও নীতিনির্ধারক অংশ নিচ্ছেন, যা আঞ্চলিক অর্থনীতিতে এক নতুন সংলাপের সূচনা করবে।

এবারের সম্মেলনের বিশেষ আকর্ষণ হচ্ছে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা)-এর নেতৃত্ব হস্তান্তর। আইসিএবির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ হুমায়ুন কবির এফসিএ সাফার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন এবং মাহবুব আহমেদ সিদ্দিকী এফসিএ নেবেন এক্সিকিউটিভ সেক্রেটারির দায়িত্ব। বাংলাদেশের এই নেতৃত্ব লাভকে দেশের হিসাব ও অর্থ খাতের জন্য একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এছাড়া উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর ও অর্থ সচিব নাজমা মোবারেক। সমাপনী অধিবেশনে বিডার নির্বাহী চেয়ারম্যান ও বাণিজ্য সচিবসহ সরকারের উচ্চপদস্থ কর্তারা যোগ দেবেন, যা আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে রাষ্ট্রীয় অঙ্গীকারেরই প্রতিফলন।

বিষয় : আইএফএসি

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.