× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আন্তর্জাতিক স্বীকৃতি ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ পেল নেক্সট বাংলাদেশ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১২ জানুয়ারি ২০২৬, ১৭:০৫ পিএম । আপডেটঃ ১২ জানুয়ারি ২০২৬, ১৭:০৫ পিএম

বৈশ্বিক স্বীকৃতি ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ ২০২৫ সনদ অর্জনের পর নেক্সট বাংলাদেশ-এর একটি টিম ইভেন্টের মুহূর্ত। ছবি: সংগৃহীত

কর্মীবান্ধব পরিবেশ এবং ইতিবাচক করপোরেট সংস্কৃতি নিশ্চিত করায় আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ ‘২০২৫ গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন করেছে নেক্সট বাংলাদেশ। একই সঙ্গে এই গ্লোবাল চেইনের অংশ হিসেবে নেক্সট শ্রীলঙ্কা ও নেক্সট মালয়েশিয়াও এই গৌরবময় সনদ লাভ করেছে। বিশ্বজুড়ে উন্নত কর্মপরিবেশ ও কর্মীদের পেশাদারিত্বের মানদণ্ড মূল্যায়নের ভিত্তিতে এই বৈশ্বিক স্বীকৃতি দেওয়া হয়।

‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ সার্টিফিকেশন মূলত কোনো প্রতিষ্ঠানের কর্মীদের প্রত্যক্ষ মতামত এবং নেতৃত্বের প্রতি তাদের আস্থার ভিত্তিতে প্রদান করা হয়। নেক্সট বাংলাদেশ তার কর্মীদের কাজের স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা এবং পেশাগত বিকাশের সুযোগ নিশ্চিত করার মাধ্যমে এই বৈশ্বিক তালিকায় নিজের স্থান করে নিয়েছে। এটি এমন একটি স্বীকৃতি, যা প্রমাণ করে যে প্রতিষ্ঠানটি কেবল ব্যবসায়িক প্রবৃদ্ধি নয়, বরং কর্মীদের সার্বিক কল্যাণেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

এই মাইলফলক অর্জন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেক্সট বাংলাদেশের হিউম্যান রিসোর্স (এইচআর) প্রধান বিদ্যুৎ সেনগুপ্ত। তিনি বলেন, “এই স্বীকৃতি আমাদের প্রতিটি দপ্তরে গড়ে তোলা শক্তিশালী ও ইতিবাচক কর্মসংস্কৃতিরই প্রতিফলন। গ্লোবাল পরিসরে আমাদের পরিধি বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা এমন একটি পরিবেশ তৈরি করেছি, যেখানে প্রতিটি কর্মীর যথাযথ মূল্যায়ন ও ক্ষমতায়ন নিশ্চিত করা হয়।”

তিনি আরও যোগ করেন, “আমাদের কর্মীরা যাতে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের দক্ষতার উন্নয়ন ঘটাতে পারেন, সেজন্য আমরা নিয়মিত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সব সহযোগিতা দিই। আমাদের সম্মিলিত পরিশ্রমেরই ফল এই আন্তর্জাতিক সনদ।”

উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি নেক্সট বাংলাদেশ কর্মীদের জন্য নিয়মিত লিডারশিপ কোচিং এবং আন্তর্জাতিক মানের কাজের সুযোগ তৈরি করে দিচ্ছে। বিভিন্ন দেশের কর্মপরিবেশ উপযোগী নীতিমালা গ্রহণ ও বাস্তবায়নের ফলে প্রতিষ্ঠানটি বর্তমানে তরুণ প্রজন্মের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে অন্যতম শীর্ষ পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কর্মীদের পেশাগত ও ব্যক্তিগত উন্নয়নের এই ধারা ভবিষ্যতে আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.