× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উত্তরা পশ্চিমে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৬

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১১ জানুয়ারি ২০২৬, ০১:১৮ এএম । আপডেটঃ ১১ জানুয়ারি ২০২৬, ০১:১৮ এএম

উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে গ্রেফতারকৃত আসামিরা। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় পুলিশের এক বিশেষ অভিযানে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দিনভর পরিচালিত এই অভিযানে সন্ত্রাসবিরোধী আইন, মাদক ও নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাঁদের আটক করা হয়। অভিযানে আসামিদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।

উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে থানা এলাকায় বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ০৩ জন সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি, ০৮ জন নিয়মিত মামলার আসামি (যার মধ্যে একজন সিআর পরোয়ানাভুক্ত) এবং ০৭ জনকে ডিএমপি অধ্যাদেশ অনুযায়ী বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্যমতে, সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার হয়েছেন শাকিল আহাম্মদ (৩০), সাদ ইবনে মাহবুব (২২) ও কাওছার হোসেন (১৯)। অন্যান্য নিয়মিত মামলায় মাকসুদ ইসলাম মিথিল (২১), মো. সানি (২০) সহ কিশোর গ্যাং সংশ্লিষ্টতার অভিযোগে সজীব, জুনায়েদ ও নুশিনকে গ্রেফতার করা হয়। এছাড়া সিআর ওয়ারেন্ট মূলে মো. ইব্রাহিম (৩০) এবং ডিএমপি অধ্যাদেশে আরও ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযান চলাকালে আসামিদের হেফাজত থেকে অপরাধমূলক কাজে ব্যবহৃত এবং অবৈধ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে, ০২টি লোহার তৈরি ধারালো দা, ০২টি হাতুড়ি এবং ০২টি চাকু।০৫ পুরিয়া গাঁজা, ০১ পিস ইয়াবা এবং ০১ পুরিয়া হেরোইন। ০৩টি মোবাইল ফোন এবং ০২টি পিভিসি ব্যানার।

উত্তরা পশ্চিম থানা কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেফতারকৃত ১৬ জনকেই যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.