ওমানের সালালায় মাজার জিয়ারত শেষে ফেরার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ির একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। বাংলাদেশ সময় শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এই ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন—ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামের ওমান প্রবাসী শফিউর আলমের স্ত্রী বিলকিস বেগম, তাঁর একমাত্র ছেলে মুহাম্মদ সাকিবুল হাসান সবুজ এবং জামাতা মুহাম্মদ দিদার।
পারিবারিক সূত্রে জানা গেছে, ওমানের রাজধানী মাসকাট থেকে সপরিবারে সালালা শহরে মাজার জিয়ারতের উদ্দেশ্যে গিয়েছিলেন তারা। জিয়ারত শেষে মাসকাটে ফেরার পথে দ্রুতগতির গাড়িটির সামনে হঠাৎ একটি উট চলে আসে। চালক নিয়ন্ত্রণ হারানোর চেষ্টা করলেও গাড়িটি সজোরে উটের সঙ্গে ধাক্কা খায় এবং দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের ওই তিন সদস্য প্রাণ হারান।
সুন্দরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শওকত আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "নিহতদের বাড়িতে মাতম চলছে। এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। মৃতদেহগুলো বর্তমানে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো দেশে ফিরিয়ে আনার জন্য পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে।"
ওমান প্রবাসী শফিউর আলমের পুরো পরিবার এই দুর্ঘটনায় লণ্ডভণ্ড হয়ে যাওয়ায় স্থানীয় প্রবাসী বাংলাদেশি এবং ফটিকছড়ির নিজ গ্রাম সুন্দরপুরে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।