× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীমান্তে গোলাগুলি, টেকনাফে জেলে গুলিবিদ্ধ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১০ জানুয়ারি ২০২৬, ০৩:২৪ এএম । আপডেটঃ ১১ জানুয়ারি ২০২৬, ০১:৫৬ এএম

নাফ নদী। ছবি: সংগৃহীত

টেকনাফ মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে কক্সবাজারের টেকনাফ সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। নাফ নদীতে মাছ ধরতে গিয়ে ওপার থেকে আসা গুলিতে এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছেন। একইসঙ্গে শুক্রবার সকাল থেকে হোয়াইক্যং সীমান্তের ওপারে ভারী গোলাগুলি ও বিকট বিস্ফোরণের শব্দে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেলে নাফ নদীতে মাছ ও কাঁকড়া ধরতে যান টেকনাফের হোয়াইক্যং বিজিবি ক্যাম্প সংলগ্ন বালুখালী গ্রামের মো. আলমগীর (৩১)। এ সময় মিয়ানমার সীমান্ত থেকে আসা একটি গুলি তার বাম হাতে বিদ্ধ হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সীমান্তের বর্তমান পরিস্থিতি নিয়ে উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, শুক্রবার সকাল থেকে মিয়ানমারের ভেতর থেকে দফায় দফায় রাইফেলের গুলির শব্দ ও বড় ধরনের বিস্ফোরণের আওয়াজ শোনা যাচ্ছে। তিনি বলেন, "সীমান্তের ওপারে আরাকান আর্মির সঙ্গে অন্য একটি পক্ষের তীব্র সংঘর্ষ চলছে। পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং স্থানীয়দের সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।"

সীমান্তবর্তী হোয়াইক্যং এলাকার বাসিন্দা মোহাম্মদ শহীদ জানান, শুক্রবার সকালে বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে সীমান্ত এলাকা। একদিকে ওপার থেকে আসা গুলি, অন্যদিকে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দে সীমান্তবর্তী মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, জেলে গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর থেকে মানুষের মধ্যে ভয় আরও বেড়েছে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.