কুড়িগ্রাম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয়দের সড়ক নির্মাণ কাজে বাধা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির কঠোর অবস্থানের মুখে শেষ পর্যন্ত নির্মাণসামগ্রী সরিয়ে নিতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এই ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
সীমান্ত সূত্র জানায়, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তে আন্তর্জাতিক সীমানা আইন অমান্য করে জিরো পয়েন্টের মাত্র ৫০ থেকে ৬০ গজের ভেতর সড়ক নির্মাণ শুরু করে ভারতীয়রা। বিএসএফ সদস্যদের উপস্থিতিতে গত কয়েকদিন ধরে রাতের আঁধারে এই কাজ চলছিল। বিষয়টি নজরে আসার পর লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্পের সদস্যরা বারবার বাধা দিলেও বিএসএফ নির্মাণ কাজ অব্যাহত রাখে।
উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হলে বিএসএফ কাজ বন্ধ করতে সম্মত হয়।
বিজিবির আপত্তির মুখে ভারতীয় পক্ষ তাদের আনা ইট, বালু ও পাথরসহ যাবতীয় নির্মাণসামগ্রী সরিয়ে নিয়েছে। বালারহাট ক্যাম্পের কমান্ডার সুবেদার আবু তাহের জানান, জিরো পয়েন্টের কাছাকাছি অবৈধভাবে এই সড়ক নির্মাণ করা হচ্ছিল। বিজিবির কঠোর আপত্তির পর বিএসএফ তাদের নির্মাণ সরঞ্জাম সরিয়ে নিয়েছে এবং বর্তমানে কাজ বন্ধ রয়েছে। সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।