রাজধানীর উত্তরাসহ বেশ কিছু এলাকায় আজ বৃহস্পতিবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সার্ভিস লাইন নির্মাণ কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, মেসার্স বেঙ্গল ইন্ডিগো লিমিটেড, আব্দুল্লাহপুর, উত্তরা এবং গাজীপুরের টঙ্গী এলাকায় সার্ভিস লাইন নির্মাণ কাজের কারণে গ্যাস সরবরাহে এই বিঘ্ন ঘটবে। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা নির্ধারিত এলাকাগুলোতে সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাস থাকবে না যেসব এলাকায়
বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজধানীর উত্তরা, উত্তরখান এবং দক্ষিণখান এলাকায় বিদ্যমান সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে। এছাড়া এসব এলাকার আশপাশের এলাকাগুলোতেও দিনভর গ্যাসের স্বল্পচাপ অনুভূত হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং নির্ধারিত সময়ের পর দ্রুত সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে।