রাজধানীর তেজগাঁওয়ের পশ্চিম তেজতুরী বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার পর ঘাতকদের পালিয়ে যাওয়ার একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। বুধবার (৭ জানুয়ারি) রাতে বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের গলি সংলগ্ন এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ফুটেজে দেখা গেছে, গুলি করার পরপরই ঘটনাস্থল থেকে দ্রুত দৌড়ে পালিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা।
প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার সময় মুসাব্বির ও তাঁর সঙ্গীরা স্টার হোটেলের পেছনের গলিতে অবস্থান করছিলেন। হঠাৎ গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর কয়েক মুহূর্তের মধ্যেই দেখা যায়, হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে দৌড়ে পালিয়ে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীদের মতে, ঘাতকরা মোটরসাইকেলে করে এসেছিল এবং মুসাব্বিরকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি ছুড়ে তারা গলি দিয়ে বেরিয়ে যায়।
এই হামলায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির নিহত হওয়ার পাশাপাশি আবু সুফিয়ান ব্যাপারি মাসুদ (৪২) নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। মাসুদ তেজগাঁও থানার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন। আহত মাসুদ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানিয়েছেন, মাসুদের পেটের বাম পাশে গুলি লেগেছে এবং তাঁর চিকিৎসা চলছে। অন্যদিকে, তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম বলেন, "সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। মুসাব্বিরের ওপর ৫ রাউন্ড গুলি চালানো হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।"
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে কারওয়ান বাজার এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং রাতে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সড়ক অবরোধও করেন। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।