রাজধানীর তেজগাঁওয়ের পশ্চিম তেজতুরী বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির (৪৫) নিহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে স্টার কাবাবের পেছনের গলিতে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আবু সুফিয়ান নামে আরও এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে কারওয়ান বাজারের স্টার কাবাব সংলগ্ন গলিতে আজিজুর রহমান মুছাব্বির ও আবু সুফিয়ানসহ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। মুছাব্বিরের পেটে গুলি লাগলে তাঁকে উদ্ধার করে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আহত আবু সুফিয়ান কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম গণমাধ্যমকে জানান, দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু হয়েছে এবং অন্যজন চিকিৎসাধীন। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।
বিক্ষোভ ও যান চলাচল ব্যাহত হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় অবরোধ করেন। এতে গুরুত্বপূর্ণ ওই সড়কে যান চলাচল দীর্ঘক্ষণ বন্ধ থাকে। পরে রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের বুঝিয়ে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল শুরু হয়।
উল্লেখ্য, নিহত আজিজুর রহমান মুছাব্বির আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে একাধিকবার কারাবরণ করেছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।