রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ এর নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করছেন সংগঠনের নেতৃবৃন্দ। ছবি: সংগৃহীত
ইসলামিক ফাউন্ডেশনের অধীনে পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (মউশিক)-এর শিক্ষকদের অধিকার আদায় ও পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ এর ১০১ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে মুফতি আব্দুল্লাহ আল মামুন সভাপতি, মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী সাধারণ সম্পাদক এবং মাওলানা মোজাম্মেল হক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আগামী তিন বছরের (২০২৬-২০২৯) জন্য এই কমিটি ঘোষণা করা হয়।
তৃণমূলের শিক্ষার প্রসারে মউশিক সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের অবহেলিত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দোরগোড়ায় প্রাথমিক শিক্ষা এবং পবিত্র কুরআন শিক্ষার আলো পৌঁছে দিতে সারাদেশে প্রায় ৭৩ হাজার শিক্ষক নিরলস কাজ করে যাচ্ছেন। মউশিক প্রকল্পের মাধ্যমে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন সমাজ গঠনে এই শিক্ষকদের অবদান অনস্বীকার্য। শিক্ষকদের ঐক্যবদ্ধ রাখতে এবং তাঁদের কল্যাণে কাজ করাই এই সংগঠনের মূল লক্ষ্য।
কমিটির উল্লেখযোগ্য নেতৃবৃন্দ ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন কে. এম. মিনহাজ উদ্দিন, মাওলানা মো. সেলিম জাফর খান, মাওলানা শহিদুল ইসলাম ও মুফতী আব্দুর রাজ্জাকসহ ১০ জন। সহ-সাধারণ সম্পাদক হিসেবে হাফেজ নাজমুল হাছান ও মাওলানা আব্দুর রাজ্জাকসহ ৪ জন এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্বারী আব্দুল হাকীম।
এছাড়া বিভিন্ন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে মাওলানা ইব্রাহীম খলিল, মাওলানা হারুন অর রশিদ ও মুফতী ফয়জুল করিমসহ ৯ জন দায়িত্ব পেয়েছেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মাওলানা মো. শামছুল ইসলাম এবং দপ্তর সম্পাদক হিসেবে মোছা. তাবাসসুম মনোনীত হয়েছেন। কমিটিতে নারী ও শিশু বিষয়ক সম্পাদিকা হিসেবে রয়েছেন রেশমা বেগম, বেনজির ইয়াছমিন ও ঝর্না সরকার। কার্যনির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে আরও ৪৬ জন অভিজ্ঞ শিক্ষক প্রতিনিধিকে।
সংবাদ সম্মেলনে উপস্থিতি কমিটি ঘোষণা শেষে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, শিক্ষকদের বেতন কাঠামো উন্নয়ন এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে এই পরিষদ অগ্রণী ভূমিকা পালন করবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি মুফতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি কে. এম. মিনহাজ উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক মাওলানা বরকতুল্লাহ এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম বাসারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বিষয় : মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ মউশিক
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
