রাজধানীর মোহাম্মদপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: সংগৃহীত
'প্রতিবন্ধী' শব্দটি ব্যবহারের চেয়ে প্রতিটি মানুষের সুপ্ত সম্ভাবনাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, বাংলাদেশে কেউ অক্ষম নয়, বরং প্রত্যেকেই অপার সম্ভাবনাময় ও প্রতিভাবান। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিশুদের মেধা বিকাশ, শৃঙ্খলা এবং মানবিক মূল্যবোধ গঠনের প্রধান হাতিয়ার।
বুধবার মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে সমাজসেবা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিবন্ধী নয়, সবাই সম্ভাবনাময় উপদেষ্টা তাঁর বক্তব্যে প্রচলিত প্রতিবন্ধী সংজ্ঞার সমালোচনা করে বলেন, আমার কাছে এই শব্দের কোনো অর্থ নেই। আমি মানুষকে দেখি সম্ভাবনাময় ও মেধাবী হিসেবে। আমাদের এই শব্দবন্ধ থেকে বেরিয়ে আসতে হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাজই হলো শিশু, নারী ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সুপ্ত মেধা বিকাশের উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া।
বিশেষায়িত স্টেডিয়াম ও ভবিষ্যৎ পরিকল্পনা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে শারমীন এস মুরশিদ জানান, বিশ্বব্যাপী প্রচলিত ব্যবস্থার আদলে বাংলাদেশেও প্রতিবন্ধীদের জন্য বিশেষ ক্রীড়া ও বিনোদন সুবিধা গড়ে তোলা হচ্ছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটি নতুন স্টেডিয়াম নির্মাণাধীন রয়েছে, যেখানে বিশেষ প্রশিক্ষণ ও খেলাধুলার আধুনিক ব্যবস্থা থাকবে।
মানবিক সমাজ গঠনের আহ্বান অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিশুকে বিজয়ী আখ্যা দিয়ে উপদেষ্টা বলেন, জয়-পরাজয় বড় কথা নয়, খেলাধুলা হলো শেখার একটি মাধ্যম। তিনি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে ধৈর্য, বিবেক এবং ভালোবাসার সমন্বয় ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় দেশীয় সংস্কৃতির চর্চা ও সেবার মাধ্যমে একটি কল্যাণমুখী রাষ্ট্রের দৃষ্টান্ত হয়ে উঠবে।
উপস্থিত ব্যক্তিবর্গ ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (যুগ্মসচিব) আয়েশা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিন বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিশুদের মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বিষয় : উপদেষ্টা শারমীন এস মুরশিদ
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
