× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মোহাম্মদপুর স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৬ জানুয়ারি ২০২৬, ০১:৪২ এএম । আপডেটঃ ০৬ জানুয়ারি ২০২৬, ০১:৪৪ এএম

মোহাম্মদপুরে সিন্দুকসহ স্বর্ণালঙ্কার নিয়ে গেছে চোরচক্র। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারে অবস্থিত ‘নিউ রানা জুয়েলার্স’ নামক একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৫ জানুয়ারি) ভোররাতে সংঘবদ্ধ একটি চোরচক্র দোকানের সাটার ও কলাপসিবল গেট ভেঙে প্রায় ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা এবং নগদ ৪ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। লুট হওয়া মালামালের বাজারমূল্য প্রায় পৌনে দুই কোটি টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, ভোর ৩টা ২১ মিনিটের দিকে চোরচক্রটি দোকানের ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে গ্লাস ভাঙচুর করে এবং এরপর অত্যন্ত দ্রুততার সাথে মূল্যবান স্বর্ণালঙ্কার ও রুপা সংগ্রহ করে। চাঞ্চল্যকর বিষয় হলো, চোরেরা কেবল অলঙ্কারই নেয়নি, বরং গয়না ও নগদ টাকাসহ ভারী সিন্দুকটিও চ্যাংদোলা করে বের করে নিয়ে যায়। ফুটেজে আরও দেখা যায়, দোকানের বাইরে অপেক্ষমাণ একটি পিকআপ ভ্যানে করে তারা লুটের মালামাল নিয়ে পালিয়ে যায়।

দোকান মালিক মাসুদ রানা জানান, রবিবার রাত ১১টায় দোকান বন্ধ করে তিনি বাসায় গিয়েছিলেন। সোমবার সকাল ১০টায় দোকান খুলতে এসে দেখেন তালা ভাঙা। ভেতরে ঢুকে তিনি সবকিছু তছনছ করা অবস্থায় দেখতে পান। তিনি বলেন, “দোকানে আমার নিজস্ব ৫০ ভরি এবং গ্রাহকদের বন্ধক রাখা ২০ ভরি মিলিয়ে মোট ৭০ ভরি স্বর্ণ ছিল। এছাড়া ৬০০ ভরি রুপা ও নগদ ৪ লাখ টাকা চুরি হয়েছে। সব মিলিয়ে আমি এখন নিঃস্ব হওয়ার পথে।” বর্তমান বাজারদরে চুরি হওয়া স্বর্ণের মূল্য ১ কোটি ৫৪ লাখ টাকা এবং রুপার মূল্য ২১ লাখ ৬০ হাজার টাকা বলে জানান তিনি।

ঘটনার খবর পাওয়ার পরপরই তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডিসি ইবনে মিজান গণমাধ্যমকে জানান, চুরির বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের একাধিক তদন্ত টিম কাজ শুরু করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পিকআপ ভ্যান ও জড়িতদের ধরার চেষ্টা চলছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.