× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে বন্দি বাঘ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৪ জানুয়ারি ২০২৬, ০১:২০ এএম । আপডেটঃ ০৪ জানুয়ারি ২০২৬, ০১:২০ এএম

সুন্দরবনের এই স্থানে বাঘটি আটকা পড়েছে। ছবি: সংগৃহীত

মোংলা সুন্দরবনের পূর্ব বন বিভাগে চোরা শিকারিদের পাতা হরিণ শিকারের ফাঁদে আটকা পড়েছে একটি পূর্ণবয়স্ক রয়েল বেঙ্গল টাইগার। বাগেরহাটের মোংলা উপজেলার শরকির খাল সংলগ্ন গভীর বনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা এলাকাটি ঘিরে রাখলেও, বিশেষজ্ঞ দলের অনুপস্থিতিতে শনিবার রাত পর্যন্ত বাঘটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

বন বিভাগ সূত্রে জানা যায়, মোংলার বৈদ্যমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি শরকির খাল থেকে প্রায় আধা কিলোমিটার বনের ভেতরে বাঘটি ফাঁদে আটকা পড়ে আছে। শনিবার দুপুরে বিষয়টি জানাজানি হলে বন বিভাগের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। লোকালয়ের কাছাকাছি হওয়ায় বাঘটিকে দেখতে উৎসুক জনতা ভিড় জমালেও নিরাপত্তার স্বার্থে কাউকে বনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, বাঘটি উদ্ধারে ঢাকা থেকে একজন অভিজ্ঞ ভেটেরিনারি সার্জন আসছেন। তিনি পৌঁছানোর পর রোববার সকাল থেকে আনুষ্ঠানিক উদ্ধার অভিযান শুরু হবে। বাঘটিকে অবশ করতে প্রয়োজনে ‘ট্র্যাংকুলাইজার গান’ (চেতনানাশক বন্দুক) ব্যবহার করা হতে পারে।

বন কর্মকর্তারা আরও জানিয়েছেন, ফাঁদে আটকা পড়ে বাঘটি কোনোভাবে জখম বা অসুস্থ হয়েছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বাঘটি অসুস্থ থাকলে সেটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য খাঁচায় বন্দি করে খুলনা বা ঢাকায় বন বিভাগের বিশেষায়িত রেসকিউ সেন্টারে পাঠানো হবে। আর যদি সুস্থ থাকে, তবে প্রাথমিক পরীক্ষা শেষে গভীর বনে অবমুক্ত করার পরিকল্পনা রয়েছে।

সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রাণীকে নিরাপদে উদ্ধারে বন বিভাগ সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.