× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুড়িগ্রামে গুলিতে বিজিবি সদস্যের মৃত্যু, পুলিশের ধারণা আত্মহত্যা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০২ জানুয়ারি ২০২৬, ১৮:৫৮ পিএম । আপডেটঃ ০২ জানুয়ারি ২০২৬, ১৯:১১ পিএম

মো. নাসিম উদ্দিন। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিজিবি ক্যাম্পে গুলিবিদ্ধ হয়ে মো. নাসিম উদ্দিন (২৩) নামে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, নিজের ইস্যুকৃত রাইফেল দিয়ে বুকে গুলি চালিয়ে তিনি আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে গংগারহাট বিজিবি ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত নাসিম উদ্দিন বিজিবির লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধীনে গংগারহাট ক্যাম্পে সিপাহী হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মণ্ডলের ছেলে।

পুলিশ ও ক্যাম্প সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সীমান্তে টহলে যাওয়ার উদ্দেশ্যে ইউনিফর্ম পরে নিজের অস্ত্র বুঝে নেন নাসিম। এর কিছুক্ষণ পরই ব্যারাকের পূর্বপাশে ক্যাম্পের বাউন্ডারির ভেতর গুলির শব্দ শুনতে পান সহকর্মীরা। তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নাসিমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালমনিরহাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম গণমাধ্যমকে বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। ওই জওয়ান মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন বলে জানা গেছে। বিস্তারিত খতিয়ে দেখতে আমরা অনুসন্ধান চালাচ্ছি।”

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিজের রাইফেল দিয়ে বুকে গুলি চালিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.