× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তীব্র শীতে চার বিভাগে বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৮ জানুয়ারি ২০২৪, ২১:৪৩ পিএম । আপডেটঃ ১৮ জানুয়ারি ২০২৪, ২২:১১ পিএম

ছবি:সংগৃহিত

মাঘের হাঁড় কাঁপানো কনকনে তীব্র শীতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। খুলনা,বরিশাল,ঢাকা ও রাজশাহী বিভাগে বৃষ্টি নামার ফলে শীতের তীব্রতা আরও বেড়েছে। বেশী বৃষ্টি হয়েছে দেশের খুলনা বিভাগের যশোর, চুয়াডাঙ্গা, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদসহ পশ্চিমাঞ্চলে। যশোরে ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গায় টানা আড়াই ঘন্টা বৃষ্টিতে ক্ষেত-খামার পানিতে তলিয়ে যায়। চুয়াডাঙ্গাসহ দক্ষিণের কিছু এলাকায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াসহ বজ্রপাতও হয়েছে।  এছাড়া বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, ভোলা, ঝালকাঠি, গোপালগঞ্জ, দিনাজপুর, ফরিদপুর, বাগেরহাটসহ বিভিন্ন জেলায়  বৃষ্টিপাত হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজধানীতে গুড়িগুড়ি বৃষ্টিতে শীত জেঁকে বসেছে। দেশের দিনাজপুর, নীলফামারী, রংপুর, পঞ্চগড়সহ দশ জেলায় শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, দেশের চার বিভাগে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। বিশেষ করে দক্ষিণপশ্চিম অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে বেশী। বৃষ্টির কারণে কুয়াশা কেটে গিয়ে হয়ত সূর্য দেখা যেতে পারে। তবে আজ শুক্রবার থেকে সারা দেশেই তাপমাত্রা কমে যেয়ে শীতের তীব্রতা বাড়তে পারে। মূলত এই মাসজুড়েই শীত বিরাজ করবে। সিনিয়র আবহাওয়াবিদ ড. শামীম হাসান ভূইয়া বলেন, আগামী দুই দিন খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টি বাড়তে পারে।পুরো জানুয়ারি জুড়েই থাকবে শীতের তীব্রতা। আগামীকাল শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

দিনাজপুরে তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রি সেলসিয়াসে। রাজধানী ঢাকায় গতকাল তাপমাত্রা ১২ ডিগ্রিতে নেমে এসেছে।বেড়েছে শীতের প্রকোপ। জরুরি প্রয়োজন ছাড়া লোকজন ঘরের বাইরে বের হচ্ছেন না। শীতের প্রকোপে গতকাল বৃহস্পতিবার সকালে দেশের বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। আবার কোথাও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেও সরকারি নির্দেশনা অনুযায়ী স্কুল বন্ধের ব্যবস্থা নেয়া হয়নি। তবে তীব্র শীতে বৃষ্টিতে ভিজে শিশু শিক্ষার্থীরা সকালে স্কুলে আসার পর বহু স্থানে ক্লাস বন্ধ ঘোষণা করে তাদের বাড়ি পাঠিয়ে দেয়া হয়।

এদিকে আবহাওয়া বিশ্লেষকরা বলছেন বৃষ্টি, কুয়াশা কেটে গিয়ে আজ সূর্যের আলোর উত্তাপ পাবে ভূ-ভাগ। তাতে দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতে নেমে যাবে পারদ। এরপর আবারো নতুন করে বিহার রাজ্যের ওপর দিয়ে দেশে প্রবেশ করবে ভারি কুয়াশা। তা ক্রমে বিস্তার লাভ করবে সারাদেশে। এতে শীতের মাত্রা এখনি কমবে না। বাড়বে ঠান্ডার প্রকোপ।

এদিকে গতকাল সকাল থেকে রাজধানীর আকাশ কিছুটা মেঘলা ও কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুখ ফুড়ে দেখা দেয় সূর্যালোক। তবে, তাতে তাপমাত্রা খুব একটা বাড়েনি। এরমধ্যে সন্ধ্যার পর হয়েছে গুঁড়ি বৃষ্টি। তবে, আজ শুক্রবারও ঢাকায় ফের বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে।


National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.