কুমিল্লা-৪ আসনে প্রতিদ্বন্দ্বী হাসনাত আবদুল্লাহ (বামে) ও মঞ্জুরুল আহসান মুন্সী। ছবি: সংগৃহীত
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নির্বাচনী লড়াইয়ে আলোচনার কেন্দ্রে এখন দুই প্রার্থী—জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হাসনাত আবদুল্লাহ এবং বিএনপির হেভিওয়েট প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, তরুণ প্রার্থী হাসনাত আবদুল্লাহর বার্ষিক আয় ১২ লাখ টাকার ঘরে হলেও অভিজ্ঞ রাজনীতিবিদ মঞ্জুরুল আহসান মুন্সীর সম্পদের পরিমাণ কোটি ছাড়িয়েছে। তবে অবাক করা তথ্য হলো, সাবেক এমপি মুন্সীর চেয়েও তাঁর স্ত্রীর সম্পদের পরিমাণ কয়েক গুণ বেশি।
হলফনামার তথ্য অনুযায়ী, ১৯৯৮ সালে জন্মগ্রহণ করা হাসনাত আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। পেশায় ব্যবসায়ী হাসনাতের বর্তমান বার্ষিক আয় ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা। গত অর্থবছরে তিনি ১ লাখ ৫ হাজার ৫৩১ টাকা আয়কর দিয়েছেন।
স্থাবর ও অস্থাবর মিলিয়ে হাসনাতের মোট সম্পদের পরিমাণ ৫০ লাখ টাকা। এর মধ্যে নগদ রয়েছে ১৩ লাখ ৫০ হাজার টাকা এবং ব্যাংকে আছে ৩ লাখ টাকা। মজার বিষয় হলো, তাঁর নিজের কোনো কৃষি জমি, বাড়ি কিংবা গাড়ি নেই। তবে ২৬ লাখ টাকার স্বর্ণালঙ্কার এবং ১ লাখ ৬৫ হাজার টাকার ইলেকট্রনিক ও আসবাবপত্র রয়েছে তাঁর। হাসনাতের বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা নেই।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীর হলফনামা বলছে ভিন্ন কথা। চারবারের এই নির্বাচিত এমপির নিজস্ব সম্পদের পরিমাণ ১ কোটি ৩২ লাখ টাকা হলেও তাঁর স্ত্রী মাজেদা আহসানের নামে সম্পদ রয়েছে ৩ কোটি ২৬ লাখ ৮০ হাজার টাকার বেশি।
পেশায় বিএসসি ইঞ্জিনিয়ার মুন্সী পরিচালক হিসেবে বার্ষিক ১২ লাখ টাকা ভাতা পান। তাঁর নিজের ও স্ত্রীর নামে বিপুল পরিমাণ ব্যাংক আমানত, বন্ড, যানবাহন ও আগ্নেয়াস্ত্র রয়েছে। স্থাবর সম্পত্তিতে মুন্সীর কেবল উত্তরাধিকার সূত্রে পাওয়া কিছু জমি থাকলেও তাঁর স্ত্রীর নামে ২ কোটি ১১ লাখ টাকারও বেশি মূল্যের বাড়ি ও অ্যাপার্টমেন্ট রয়েছে।
বিগত সময়ে মঞ্জুরুল আহসান মুন্সীর নামে ২৩টি মামলা দায়ের হলেও কোনোটিতে সাজা হয়নি; অধিকাংশই স্থগিত বা প্রত্যাহার করা হয়েছে। অন্যদিকে ক্লিন ইমেজের হাসনাত আবদুল্লাহ কুমিল্লায় এনসিপির একমাত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন, যেখানে জামায়াত মনোনীত প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান জানান, এই আসনে মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন, যার যাচাই-বাছাই কার্যক্রম আজ সম্পন্ন হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
