ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে টানা তৃতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনের নেতাকর্মীরা। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর আড়াইটা থেকে শাহবাগের সবকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে অবস্থান নেওয়ায় রাজধানীর বড় একটি অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। একই দাবিতে আজ দুপুর ২টা থেকে দেশের ৮টি বিভাগেও একযোগে অবরোধ কর্মসূচি পালন করছে সংগঠনটি।
রবিবার দুপুর ২টার দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ের 'জুলাই স্তম্ভের' নিচে জড়ো হতে শুরু করেন। এর কিছুক্ষণ পর, আড়াইটার দিকে তারা চারদিকের রাস্তা বন্ধ করে মাঝপথে অবস্থান নেন। এ সময় অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। গুরুত্বপূর্ণ এই মোড়টি বন্ধ হয়ে যাওয়ায় বাংলামোটর, মৎস্য ভবন, সায়েন্স ল্যাব ও টিএসসি অভিমুখী রাস্তাগুলোতে শত শত যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
গত শনিবার দিবাগত রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। প্রাথমিকভাবে রবিবার বেলা ১১টা থেকে অবরোধের কথা থাকলেও পরে সময় পরিবর্তন করে দুপুর ২টা নির্ধারণ করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকার পাশাপাশি দেশের সবকটি বিভাগীয় শহরেও একই সময়ে সড়ক অবরোধ শুরু করেছেন ইনকিলাব মঞ্চের কর্মীরা।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের প্রধান দাবি হলো—আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনা এবং বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত বিচার সম্পন্ন করা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।