শিবগঞ্জে নৃশংস হামলার শিকার যুবক আবু সুফিয়ান সিজু বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক যুবককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে দুই হাত ও এক পা কেটে প্রায় বিচ্ছিন্ন করে দিয়েছে একদল দুর্বৃত্ত। গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার উমরপুর ঘাট এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। আহত যুবকের নাম আবু সুফিয়ান সিজু (২২)। বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এই ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ শাহ আলম ও আব্দুর রাজ্জাক নামে জামায়াতে ইসলামীর দুই কর্মীকে গ্রেপ্তার করেছে।
আহত সিজুর পরিবারের অভিযোগ, এক কিশোরী ভাতিজিকে উত্ত্যক্তের প্রতিবাদ করতে গেলে উমরপুর ঘাটে সিজুকে ঘিরে ধরে স্থানীয় প্রভাবশালী মহলের সমর্থকরা। এরপর তাঁকে একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এমনকি তাঁর চোখে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। ঘটনার পর দীর্ঘ সময় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেও হামলাকারীদের ভয়ে কেউ তাঁকে উদ্ধারে এগিয়ে আসেনি। পরে স্বজনরা গিয়ে তাঁকে উদ্ধার করে রাজশাহী হয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করেন।
আহত সিজুর মা সুফিয়া খাতুনের দাবি, ভাতিজিকে উত্ত্যক্তের প্রতিবাদের পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসাও এই হামলার অন্যতম কারণ। তিনি বলেন, “আমার ছেলেকে জামায়াতের মিছিলে ডাকা হতো, কিন্তু সে বিএনপির মিছিলে যেত। সেই ক্ষোভ থেকেই জামায়াত-শিবিরের কর্মীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।” অন্যদিকে, আহত সিজু জানিয়েছেন, তিনি বারবার বিষয়টি বোঝানোর চেষ্টা করলেও হামলাকারীরা কোনো কথা না শুনেই তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, এই ঘটনায় গত বৃহস্পতিবার রাতে সিজুর বাবা রবিউল ইসলাম বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১২-১৫ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই আসামি শাহ আলম ও আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
অভিযুক্তরা দলীয় কর্মী হলেও এই নৃশংসতায় জামায়াতের কোনো যোগসূত্র নেই বলে দাবি করেছেন শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলাম। তিনি বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে অভিহিত করে বলেন, “নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্যে জামায়াতের ওপর দোষ চাপানো হচ্ছে।” তাঁর দাবি, এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধনও করেছেন।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের তথ্যমতে, সিজুর দুই হাত ও পায়ের আঘাত অত্যন্ত গুরুতর। একটি অস্ত্রোপচার সম্পন্ন হলেও তাঁর বাঁ হাতের রগ সম্পূর্ণ কেটে যাওয়ায় হাতটি কেটে ফেলতে হতে পারে। চিকিৎসকরা তাঁর ডান হাতটি রক্ষার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।
বিষয় : মারধর আহত মামলা গ্রেফতার জামায়াতে ইসলামী
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
