× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফরিদপুরে জেমসের কনসার্টে বহিরাগতদের হামলা, আহত ২৫

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪৫ এএম । আপডেটঃ ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪৬ এএম

ফরিদপুর জিলা স্কুলে জেমসের কনসার্ট শুরুর আগে বহিরাগতদের ছোঁড়া ইটের আঘাতে লণ্ডভণ্ড অনুষ্ঠানস্থল। ছবি: সংগৃহীত

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম বর্ষপূর্তি উৎসবের সমাপনী দিনে প্রখ্যাত সংগীতশিল্পী জেমসের কনসার্টে একদল উচ্ছৃঙ্খল জনতার হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে জেমসের মঞ্চে ওঠার আগ মুহূর্তে বহিরাগতরা ইট-পাটকেল নিক্ষেপ করে অনুষ্ঠানস্থলে তাণ্ডব চালায়। এ ঘটনায় জিলা স্কুলের শিক্ষার্থীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে জেলা প্রশাসনের নির্দেশে কনসার্টটি বাতিল করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, জিলা স্কুল চত্বরে রাত সাড়ে ৯টার দিকে ‘নগর বাউল’ ব্যান্ডের সংগীত পরিবেশনের কথা ছিল। অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তে একদল বহিরাগত জোরপূর্বক অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করে। নিরাপত্তারক্ষীরা তাদের বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে মঞ্চ লক্ষ্য করে বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে এবং মঞ্চ দখলের চেষ্টা চালায়। এ সময় স্কুলের শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

হামলায় আহতদের মধ্যে ১৫-২০ জন জিলা স্কুলের শিক্ষার্থী বলে নিশ্চিত করেছেন প্রচার উপকমিটির আহ্বায়ক রাজীবুল হাসান খান। তিনি জানান, সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও অনাকাঙ্ক্ষিত এই হামলায় সব লণ্ডভণ্ড হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ১০টার দিকে আয়োজক কমিটির আহ্বায়ক ডা. মুস্তাফিজুর রহমান শামীম মঞ্চ থেকে জেলা প্রশাসকের নির্দেশে অনুষ্ঠান বাতিলের ঘোষণা দেন।

ব্রিটিশ ভারতে ১৮৪০ সালে প্রতিষ্ঠিত এই অঞ্চলের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফরিদপুর জিলা স্কুল। ১৮৫তম বর্ষপূর্তি উপলক্ষে দুদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন শুরু হয়েছিল বৃহস্পতিবার। শুক্রবার রাতে জেমসের জাদুকরী পারফরম্যান্স ও র‍্যাফেল ড্র-এর মাধ্যমে উৎসব শেষ হওয়ার কথা থাকলেও বিশৃঙ্খলার কারণে একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় শিক্ষক, শিক্ষার্থী ও দর্শকদের।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.