হাড়কাঁপানো শীত উপেক্ষা করে শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের অবস্থান। ছবি: সংগৃহীত
শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীসহ সাধারণ জনতা। শুক্রবার জুমার নামাজের পর শুরু হওয়া এই অবরোধ কর্মসূচি রাতেও অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। সরকারের উপদেষ্টারা সশরীরে এসে খুনি ও পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের সুনির্দিষ্ট আশ্বাস না দেওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
শাহবাগে রাতভর অবস্থানের প্রস্তুতি
শুক্রবার রাতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের ঘোষণা করেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শাহবাগ মোড়েই অবস্থান করবেন। শীতের রাত যাপনের জন্য ইতিমধ্যে কম্বল আনা হয়েছে। আল জাবের বলেন, “শহীদ হাদি ভাই জীবিত থাকতে এই কম্বলগুলো অসহায়দের জন্য কিনেছিলেন। আজ আমরা সুস্থ থেকে আন্দোলন চালিয়ে যেতে সেই কম্বলগুলো ব্যবহার করছি। কর্মসূচি সফল হলে এগুলো আবার দুস্থদের মাঝে বিলিয়ে দেওয়া হবে।”
অবরোধ চললেও শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া একটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের চলাচলে বাধা দেবে না ইনকিলাব মঞ্চ। আল জাবের স্পষ্ট করেন, “সকাল নয়টা থেকে আমরা চারপাশে অবস্থান নিয়ে পরীক্ষার্থীদের সুযোগ করে দেব। তবে কোনোভাবেই অবরোধ তুলে নেওয়া হবে না।”
কঠোর হুঁশিয়ারি ও যমুনা ঘেরাওয়ের হুমকি
সন্ধ্যায় শাহবাগে সংহতি প্রকাশ করতে এসে শহীদ ওসমান হাদির ভাই শরিফ ওমর বিন হাদি সরকারকে আল্টিমেটাম দেন। তিনি বলেন, “বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি, ঘরে ফেরার জন্য নয়। দ্রুত সমাধান না হলে আমরা ক্যান্টনমেন্ট বা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”
শুক্রবার দুপুর থেকে শাহবাগ মোড় অবরুদ্ধ থাকায় মৎস্য ভবন, বাংলামোটর ও সায়েন্স ল্যাব অভিমুখী সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সাপ্তাহিক ছুটির দিনে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে ইনকিলাব মঞ্চের আহ্বানে সাড়া দিয়ে বিকেল থেকে সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়তে দেখা গেছে।
গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনে গুলিবিদ্ধ হন জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সক্রিয় মুখ ও ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ওসমান হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। এই ঘটনায় জড়িত অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও মূল ঘাতক ফয়সাল করিম মাসুদ এখনো অধরা। ধারণা করা হচ্ছে, তিনি ভারতে পালিয়ে গেছেন।
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
