গাজীপুরের কালীগঞ্জে বেপাক গতিতে আসা ট্রেনের নিচে কাটা পড়ে নানি-নাতনিসহ তিন নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে টেকপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় তারা ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনের নিচে চাপা পড়েন বলে জানা গেছে।
নিহতরা হলেন—নরসিংদীর শিবপুর উপজেলার কমলা বেগম (৫৫), তার নাতনি অনাদি আক্তার (১৩) এবং তাদের প্রতিবেশী সাদিয়া বেগম (২৪)। নাতনি অনাদি ও প্রতিবেশী সাদিয়া কালীগঞ্জ পৌরসভার দেওয়ালেরটেক এলাকার বাসিন্দা। বিকেলে তারা সবাই মিলে রেললাইনের পাশ দিয়ে ঘুরতে বের হয়েছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে উপকূল এক্সপ্রেস ট্রেনটি আড়িখোলা স্টেশন অতিক্রম করছিল। টেকপাড়া এলাকায় লাইন পার হওয়ার সময় দ্রুতগামী ট্রেনটি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই কমলা বেগম ও সাদিয়া বেগমের মৃত্যু হয়। গুরুতর আহত কিশোরী অনাদিকে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো হস্তান্তরের প্রস্তুতি চলছে। বড়দিনের বিকেলে এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।