খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’র কেন্দ্রীয় নেতা ও বিভাগীয় আহ্বায়ক মো. মোতালেব শিকদারকে (৪২) গুলি করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে সোনাডাঙ্গা এলাকায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পেছনের একটি বাসায় এ হামলার ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরে সোনাডাঙ্গা এলাকার একটি ভবনের ভেতরে অবস্থানকালে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা মোতালেব শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে উপস্থিত জনতা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এবং মাথার আঘাতের গভীরতা নির্ণয়ে তাকে সিটি ডায়াগনস্টিক সেন্টারে সিটি স্ক্যান করানো হয়েছে।
এনসিপি খুলনা মহানগরের সংগঠক সাইফ নেওয়াজ জানান, মোতালেব শিকদার জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। খুলনায় দলের আসন্ন বিভাগীয় শ্রমিক সমাবেশ সফল করতে তিনি গত কয়েকদিন ধরে নিরলস কাজ করছিলেন। এই সাংগঠনিক তৎপরতার কারণেই পরিকল্পিতভাবে তাকে হত্যার চেষ্টা করা হতে পারে বলে ধারণা করছেন দলীয় নেতাকর্মীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মণ্ডল বলেন, "গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পেছনের একটি বাসার ভেতরে তাকে গুলি করা হয়েছে। আমরা খবর পাওয়ার পর থেকেই তদন্ত শুরু করেছি। কারা, কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে তা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।"
এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।