মশারী বিতরণ অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. জসীম উদ্দীন সরকার সুবিধাবঞ্চিতদের হাতে সুরক্ষা উপকরণ তুলে দিচ্ছেন। ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকায় ডেঙ্গু ও মশাবাহিত রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৯ ডিসেম্বর) কলাবাগান পশ্চিম থানা মহিলা বিভাগের উদ্যোগে ঢাকা-১০ সংসদীয় এলাকার স্থানীয় অডিটোরিয়ামে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মশারী বিতরণ করা হয়েছে।
মশারী বিতরণ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা-১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. জসীম উদ্দীন সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. জসীম উদ্দীন সরকার বলেন, "জনগণের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষায় জামায়াতে ইসলামী সবসময়ই পাশে আছে এবং থাকবে। ডেঙ্গু এখন একটি জাতীয় স্বাস্থ্য সমস্যা। এই সমস্যা সমাধানে আমাদের যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। মশারী বিতরণের এই উদ্যোগ আমাদের সেই সামাজিক প্রতিশ্রুতিরই অংশ।" তিনি আরো বলেন, "ক্ষমতা শুধু ভোগের জন্য নয়, এটি জনগণের সেবার জন্য একটি সুযোগ। আমরা যদি ভবিষ্যতে জনগণের সেবা করার সুযোগ পাই, তবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অগ্রাধিকার দেব।"
কলাবাগান পশ্চিম থানা আমীর মো. মাহবুবুর রশিদের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মোস্তাফিজুর রহমান মোস্তাকের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসন পরিচালক অধ্যাপক নুর নবী মানিক। তিনি বলেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী সংগঠন, যারা শুধু রাজনীতিতে নয়, সমাজসেবার মাধ্যমেও জনগণের আস্থা অর্জনের চেষ্টা করে। সরকারের পাশাপাশি জনপ্রতিনিধিদের উচিত এমন জরুরি জনস্বাস্থ্য বিষয়ক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করা।"
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধানমন্ডি জোন টিম সদস্য এডভোকেট জসিম উদ্দিন তালুকদার, হাজারীবাগ দক্ষিণ থানা আমীর আখতারুল আলম সোহেল, মহানগরীর কর্মপরিষদ সদস্য ফেরদৌস আরা খানম বকুল, কলাবাগান পশ্চিম থানা (মহিলা বিভাগ) সেক্রেটারি নাছিমা ফেরদৌসী পপি, সহকারী সেক্রেটারি মমতাজ মান্নান প্রমুখ। বক্তারা মশারী বিতরণের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং জনগণের প্রতি জামায়াতের সামাজিক দায়বদ্ধতার প্রশংসা করেন।
এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষজন ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ থেকে সুরক্ষার প্রাথমিক উপকরণ পেলেন, যা তাদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।
বিষয় : জামায়াতে ইসলামী কলাবাগান
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
