শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটারে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (বামে) অধ্যাপক ডা. মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়ান চিকিৎসক (ডানে) ধনদেব চন্দ্র বর্মণ। ছবি: সংগৃহীত
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়ানোর ঘটনায় এক চিকিৎসককে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে 'অসদাচরণ'-এর জন্য তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নোটিশের জবাব দিতে তাকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।
শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রশাসন এই সিদ্ধান্ত নেয়। বিকেল ৪টার দিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস ওই চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেন।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মাইনউদ্দিন খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা সরকারি চাকরি বিধিমালার পরিপন্থী, যে কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু জাফর ময়মনসিংহ মেডিকেল কলেজের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মিলনায়তনে একটি সেমিনারে যোগ দেওয়ার আগে হাসপাতাল পরিদর্শনে আসেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পরিদর্শনকালে ডিজি হাসপাতালের ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটার পরিদর্শনে যান এবং কক্ষের ভেতরে একটি টেবিল রাখার কারণ জানতে চান। এ সময় জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইনচার্জ ডা. ধনদেব চন্দ্র বর্মণ তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
ডা. ধনদেব চন্দ্র বর্মণকে জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইনচার্জের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে তর্কে জড়ানোর বিষয়ে জানতে চাইলে ডা. ধনদেব চন্দ্র বর্মণ গণমাধ্যমকে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তিনি বলেন, "ডিজির কাছ থেকে গুরুজনের মতো ব্যবহার আশা করেছিলাম। কিন্তু তিনি এসে কী কী সমস্যা, সেগুলো জানতে না চেয়ে ভেতরে কেন টেবিল, এ নিয়ে কথা বলেন।"
নিজের পদোন্নতি সংক্রান্ত হতাশার কথা উল্লেখ করে তিনি আক্ষেপের সুরে বলেন, "আমার বন্ধুরা সব অধ্যাপক হয়ে গেছে। আমার চাকরিজীবন শেষ, কিন্তু আমার হয়নি বিভিন্ন কারণে। এ জন্য আমার চাকরি থেকে সাসপেনশন হলে আমি খুশি হই।"
উল্লেখ্য, ডা. ধনদেব চন্দ্র বর্মণ ২০২৩ সালের ৮ আগস্ট থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ সার্ভিসের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং চলতি বছরের জুলাই মাসে আবাসিক সার্জন থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান।
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
