ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) একযোগে লালবাগ, মতিঝিল ও গুলশান বিভাগসহ উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার মোট ১৩ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এই রদবদল অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে ঢাকা মহানগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি বিভাগ—লালবাগ, মতিঝিল ও গুলশানের ডিসিরা অন্তর্ভুক্ত রয়েছেন। প্রশাসনের ভেতরে কাজের গতিশীলতা ও শৃঙ্খলা বাড়াতে এই ব্যাপক রদবদল আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আদেশে উল্লেখ করা হয়েছে, বদলিকৃত এই ১৩ কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে।
এদিকে, গতকাল একই দিনে ডিএমপি কমিশনারের অপর একটি আদেশে ঊর্ধ্বতন এক কর্মকর্তাকেও বদলি করা হয়।
ডিএমপির উত্তরা বিভাগের ডিসি (সুপারনিউমারি অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার) মো. মহিদুল ইসলামকে ডিএমপির ক্রাইম প্রিভেনশন বিভাগের যুগ্ম কমিশনার (ভারপ্রাপ্ত) হিসেবে বদলি করা হয়েছে। এটি ডিএমপির প্রশাসনিক কাঠামোর উচ্চ পদে একটি তাৎপর্যপূর্ণ পরিবর্তন।
সংশ্লিষ্টরা বলছেন, প্রশাসনিক এই রদবদলকে ডিএমপির চলমান সংস্কার প্রক্রিয়ার অংশ।