রাজধানীর ধানমন্ডিতে স্থানীয় নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক উদ্দীপক মতবিনিময় সভার আয়োজন করা হয়। রোববার (৩০ নভেম্বর) বিকেল ৩টার দিকে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১০ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী, সাবেক চাকসু (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) ভিপি অ্যাডভোকেট জসীম উদ্দীন সরকার। তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে নারী সমাজের নিরাপত্তা, মর্যাদা ও কর্মক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ প্রতিশ্রুতির কথা জানান।
নারীদের সামাজিক নিরাপত্তা এবং সম্মানজনক অবস্থান নিশ্চিত করার ওপর তিনি জোর দেন। কর্মজীবী নারীদের কাজের পরিবেশ নিরাপদ ও উপযোগী করতে তাঁর পরিকল্পনার কথা উল্লেখ করেন। কর্মজীবী মায়েদের সুবিধার জন্য প্রতিটি কর্মস্থলে ডে-কেয়ার সুবিধা বাধ্যতামূলক করার ঘোষণা দেন। নারীকে কেন্দ্র করে সরকারি নীতি-সহায়তা ও সুযোগ-সুবিধা আরও বাড়ানোর সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরেন।
সভায় মহিলা বিভাগীয় সমন্বয়কারী ড. ফেরদৌস আরা খানম উপস্থিত ছিলেন। তিনি তাঁর বক্তব্যে একটি গণতান্ত্রিক সমাজ গঠনে যোগ্য ও সঠিক নেতৃত্ব নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে, সমাজের যেকোনো স্বৈর-ফ্যাসিবাদী প্রবণতার বিরুদ্ধে সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান।
উপস্থিত নারীরা অত্যন্ত আগ্রহের সঙ্গে এই মতবিনিময় সভায় অংশ নেন এবং তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন অভিজ্ঞতা ও সমস্যার কথা খোলামেলাভাবে প্রার্থীর সামনে তুলে ধরেন। অ্যাডভোকেট জসীম উদ্দীন সরকার আন্তরিকতার সাথে তাঁদের সকল বক্তব্য শোনেন এবং সমস্যাগুলোর সম্ভাব্য সমাধানের বিষয়ে আশ্বস্ত করেন।
সভার শেষে ক্ষুদে শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব আয়োজিত হয়, যা উপস্থিত সকলকে মুগ্ধ করে।