× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভূমিকম্পে আতঙ্কিত শিক্ষার্থীরা, আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২২ নভেম্বর ২০২৫, ২২:২৯ পিএম । আপডেটঃ ২২ নভেম্বর ২০২৫, ২২:৩০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

ভূমিকম্পের কারণে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সৃষ্ট আতঙ্ক এবং হলগুলোতে হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ায় আগামীকাল রোববার (২৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্পের কারণে কিছু শিক্ষার্থী আহত হওয়ায় এবং শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কিত হওয়ার কারণে আগামীকালের (২৩ নভেম্বর) জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরে জানানো হবে।

শনিবার সন্ধ্যা ছয়টার দিকে এক সেকেন্ডের ব্যবধানে ঢাকায় পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামার সময় হুড়োহুড়িতে অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হন বলে জানা গেছে।

আহত শিক্ষার্থীদের মধ্যে শামসুন নাহার হলের তিনজন, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের একজন ও রোকেয়া হলের একজন রয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এর আগে, গতকাল শুক্রবার (২২ নভেম্বর) সকালেও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই সময় আতঙ্কিত হয়ে হলের ভবন থেকে লাফ দিয়ে গুরুতর আহত হন অন্তত চারজন শিক্ষার্থী। দুই দিনের ভূমিকম্পজনিত ঘটনায় সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ১০ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া যায়।

ভূমিকম্পের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি আবাসিক হলের অবকাঠামোগত ক্ষতির খবর পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলসহ কয়েকটি হলের ভবনের পলেস্তারা খসে পড়েছে বলে জানা গেছে। এই ঘটনাগুলো শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।

শিক্ষার্থীরা দ্রুত ভবনগুলোর কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করার এবং পুরনো হলগুলোর জরুরি সংস্কারের দাবি জানিয়েছেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.