ভূমিকম্প
গত শুক্রবার (২১ নভেম্বর) ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই শনিবার (২২ নভেম্বর) একদিনের ব্যবধানে রাজধানী ঢাকায় পরপর দুইবার ভূকম্পন অনুভূত হয়েছে। সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ড থেকে শুরু করে মাত্র এক সেকেন্ডের ব্যবধানে দুটি কম্পন অনুভূত হওয়ায় নগরজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, শনিবার সন্ধ্যায় পরপর দুটি কম্পন হয়:
প্রথম কম্পন
সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে রিখটার স্কেলে ৩.৭ মাত্রার ভূমিকম্প। এটির উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডা এলাকায়।
দ্বিতীয় কম্পন
এর ঠিক এক সেকেন্ড পরই, সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয় কম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল তুলনামূলকভাবে বেশি, ৪.৩। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলায়।
প্রথমে আবহাওয়া অধিদপ্তর উভয় কম্পনের উৎপত্তিস্থল বাড্ডাকে জানালেও, পরে দ্রুতই সেই তথ্য সংশোধন করে ৪.৩ মাত্রার কম্পনের উৎপত্তিস্থল নরসিংদী বলে নিশ্চিত করা হয়।
সন্ধ্যায় ৪.৩ মাত্রার কম্পনের উৎপত্তিস্থল নরসিংদীতে হওয়ায় জেলার ঝুঁকি আরও স্পষ্ট হয়ে উঠেছে। কারণ, এর আগে আজ সকালেই একবার নরসিংদীতে মৃদু ভূমিকম্প হয়েছিল।
শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে নরসিংদীর পলাশ উপজেলায় রিখটার স্কেলে ৩.৩ মাত্রার একটি কম্পন অনুভূত হয়েছিল।
এর অর্থ, মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে ঢাকা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে তিনবার ভূমিকম্প অনুভূত হলো।
গতকাল শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাজধানী ঢাকাসহ সারাদেশ। আবহাওয়া অধিদপ্তর জানায়, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।
এই শক্তিশালী কম্পনের ফলে রাজধানীসহ বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং হতাহতের ঘটনা ঘটে। সরকারি হিসাবে, ভূমিকম্পের ঘটনায় শিশুসহ ১০ জন নিহত এবং ৬ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
সবচেয়ে বেশি—পাঁচজনের মৃত্যু হয়েছে নরসিংদীতে। এছাড়া ঢাকায় চারজন ও নারায়ণগঞ্জে একজন মারা যান।
ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই বহুতল ভবন থেকে লাফিয়ে পড়েন। এর পাশাপাশি কিছু ভবন হেলে পড়া ও বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ার খবর পাওয়া গেছে।
মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ঘন ঘন ভূকম্পন, বিশেষ করে দেশের অভ্যন্তরে, বড় ভূমিকম্পের পরাঘাত (আফটারশক) অথবা একটি নতুন বিপর্যয়ের ইঙ্গিত হতে পারে। ঘনবসতিপূর্ণ এবং অপরিকল্পিত ঢাকার জন্য এটি একটি উচ্চ সতর্কবার্তা।
বিষয় : ভূমিকম্প
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
