সেন্ট মার্টিন দ্বীপ। ফাইল ছবি
দীর্ঘ অপেক্ষার পর বঙ্গোপসাগরের বুকে নীল জলের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ পেতে যাচ্ছেন পর্যটকেরা। আগামী ১ ডিসেম্বর থেকে এই দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হতে যাচ্ছে। একইসঙ্গে পর্যটকদের জন্য রাতে থাকার ব্যবস্থাও থাকছে, যা এতদিন বন্ধ ছিল। তবে পরিবেশ সুরক্ষায় প্রতিদিন সর্বোচ্চ ২,০০০ (দুই হাজার) পর্যটককে সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ দেওয়া হবে।পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন ‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের’ সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম জানান, নভেম্বর মাসের শুরুতে (১ নভেম্বর) সরকারিভাবে দ্বীপটি উন্মুক্ত করা হলেও রাতে থাকার অনুমতি না থাকায় এবং জাহাজ চলাচল বন্ধ থাকায় কোনো পর্যটক আগ্রহ দেখাননি। তাই ১ ডিসেম্বর থেকে টানা দুই মাস (৩১ জানুয়ারি পর্যন্ত) রাত্রিযাপনের ব্যবস্থা রেখে জাহাজ চলাচল শুরু হচ্ছে। এতে পর্যটকদের আগ্রহ বেড়েছে।
আগামী ১ ডিসেম্বর থেকে পর্যটকদের আনাগোনা নিশ্চিত করতে সাতটি জাহাজ প্রস্তুত করা হয়েছে।
| তথ্য | বিস্তারিত |
| জাহাজ ছাড়ার স্থান | কক্সবাজার শহরের নুনিয়ারছড়া জেটিঘাট |
| জাহাজ ছাড়ার সময় | প্রতিদিন সকাল ৭টা |
| সেন্ট মার্টিন থেকে ফেরার সময় | পরের দিন বেলা ৩টা |
| দূরত্ব ও সময় | কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের দূরত্ব ১২০ কিমি; যেতে সময় লাগে ৬-৭ ঘণ্টা। |
| প্রস্তুত জাহাজসমূহ | এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বারো আউলিয়া, এমভি বে ক্রুজ, এমভি কাজল, কেয়ারী সিন্দাবাদ, কেয়ারী ক্রুজ অ্যান্ড ডাইন ও আটলান্টিক ক্রুজ। |
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কঠোর শর্ত মেনে এবার সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ দেওয়া হচ্ছে। পর্যটকদের অবশ্যই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে চলাচল করতে হবে।টিকিট প্রক্রিয়া: পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে হবে।নিরাপত্তা ও যাচাই: প্রতিটি টিকিটে ট্রাভেল পাস এবং একটি বিশেষ কিউআর কোড সংযুক্ত থাকবে। কিউআর কোড ছাড়া কোনো টিকিট গ্রহণ করা হবে না এবং সেটি নকল হিসেবে গণ্য হবে।পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক খন্দকার মাহবুব পাশা নিশ্চিত করেছেন, পর্যটক পারাপারের সময় জাহাজগুলোকে কঠোর নজরদারিতে রাখা হবে। নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ জেটিঘাট এবং সেন্ট মার্টিন জেটিঘাটে পৃথক তল্লাশির ব্যবস্থা রাখা হয়েছে, যাতে কোনোভাবেই দুই হাজারের বেশি পর্যটক দ্বীপে প্রবেশ করতে না পারে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই নিয়ম কঠোরভাবে কার্যকর করা হবে।
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
