× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভূমিকম্প

মায়ের সঙ্গে মাংস কিনতে গিয়ে রেলিং ধসে নিহত রাফি, হাসপাতালে মা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২১ নভেম্বর ২০২৫, ২১:৫৬ পিএম । আপডেটঃ ২১ নভেম্বর ২০২৫, ২১:৫৬ পিএম

রাফিউল ইসলাম রাফি। ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার বংশালের কসাইটুলীতে ভূমিকম্পের সময় একটি ভবনের ছাদের রেলিং ধসে পড়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফিসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্পে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ সময় মায়ের সঙ্গে মাংস কিনতে দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন রাফিউল।

সকালে ভূমিকম্প শুরু হওয়ার সময় কসাইটুলীতে নয়নের মাংসের দোকানের সামনে ক্রেতাদের ভিড় ছিল। তীব্র ঝাঁকুনিতে দোকানের সামনে থাকা ক্রেতাদের ওপর আকস্মিকভাবে পাশের একটি ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে।

এতে গুরুতর আহত হন বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে রাফিউল ইসলাম রাফিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় নিহত বাকি দুজন হলেন আবদুর রহিম (৪৮) ও তাঁর ছেলে মেহরাব হোসেন রিমন (১২)। তাঁরা রাজধানীর সুরিটোলা এলাকার ভাড়া বাসায় থাকতেন। নিহত রাফিউল ইসলাম রাফি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি বগুড়ায় হলেও মা ও বোনের সঙ্গে বংশালের বাসায় থাকতেন। গুরুতর আহত অবস্থায় রাফিউলের মা নুসরাত বেগম হাসপাতালে চিকিৎসাধীন। তিনি মাথায় আঘাত পেয়েছেন। তবে দায়িত্বরত চিকিৎসক লুৎফুন নেসা জানিয়েছেন, সিটি স্ক্যান করার পর বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং তিনি মোটামুটি শঙ্কামুক্ত।

যে ভবনটির ছাদের রেলিং ভেঙে পড়েছে, সেটিতেই থাকেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী মো. রাওনাক। তিনি জানান, ভূমিকম্পে পুরো বিল্ডিং দুলছিল। ওপর থেকে কিছু পড়ার আওয়াজ শুনে নিচে গিয়ে দেখেন, গলিতে একজন শিশুসহ কয়েকজন আহত হয়েছেন। দ্রুত আহতদের রিকশা ও ভ্যানে করে হাসপাতালে নেওয়া হয়।

বেলা একটার দিকে হাসপাতালের মর্গের সামনে ভিড় করেন রাফিউলের সহপাঠী ও বন্ধুরা।

রাফিউলের বন্ধু ইমতিয়াজ উদ্দিন নাদিম কান্নাজড়িত কণ্ঠে বলেন, সকালে ফেসবুক গ্রুপে রাফিউলের একটা ছবি দেখলাম—মুখ থেকে রক্ত বের হচ্ছে। এখানে এসে দেখি, সে আর নেই। ওর মা গুরুতরভাবে আহত হয়েছেন।

আরেক বন্ধু অপু বলেন, সে (রাফিউল) খুবই শান্তশিষ্ট একটা ছেলে ছিল। তার মারা যাওয়ার ঘটনা আমরা কোনোভাবেই মানতে পারছি না।

নিহতের খবর পেয়ে হাসপাতালে ছুটে যান রাফিউলের একমাত্র বোনও।

রাজধানীর পুরান ঢাকার কসাইটুলীতে ভূমিকম্পে ভবনের ছাদের রেলিং ভেঙে পরে হতাহতের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত 


স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাজহারুল ইসলাম খান জানান, ভূমিকম্পের ঘটনায় মোট ২০ জনের মতো আহত ব্যক্তি হাসপাতালে এসেছিলেন। তিনি নিশ্চিত করেন, এর মধ্যে তিনজন মারা গেছেন। আহত ব্যক্তিদের মধ্যে একজনকে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পটিকে মাঝারি মাত্রার বলে উল্লেখ করেছে আবহাওয়া অধিদপ্তর। পুরান ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় ভবনের অংশ ধসে পড়ার ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

মিটফোর্ড হাসপাতালের মর্গে তিনজনের মরদেহ। ছবি: সংগৃহীত 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.