× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কাজীপাড়ায় মেট্রোরেল লাইনে ককটেল, নিষ্ক্রিয় করল সিটিটিসি

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২১ নভেম্বর ২০২৫, ২০:৪৮ পিএম । আপডেটঃ ২১ নভেম্বর ২০২৫, ২০:৪৯ পিএম

মেট্রোরেল। ফাইল ছবি

রাজধানীর কাজীপাড়া মেট্রোস্টেশনের কাছে মেট্রোরেলের লাইনের ওপর থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মীরা সকালে লাইন পরিদর্শনের সময় ককটেলগুলো দেখতে পায়। আজ শুক্রবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দল ককটেলগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবার মেট্রোরেল চলাচল দুপুরের পর শুরু হয়। ফলে দুর্ঘটনার ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে।

আজ সকালে মেট্রোরেলের ট্র্যাক বা লাইন পরীক্ষা করার সময় ডিএমটিসিএল-এর কর্মীরা কাজীপাড়া এলাকায় ২৮৮ ও ২৮৯ নম্বর পিয়ারের মাঝামাঝি ফ্ল্যাটলাইনে অবিস্ফোরিত ককটেল দুটি দেখতে পান।

সঙ্গে সঙ্গে ডিএমটিসিএল কর্তৃপক্ষ মেট্রোরেল পুলিশকে বিষয়টি জানায়।

মেট্রোরেল পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে বেলা সাড়ে ১১টার দিকে সিটিটিসি-এর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে আসে। তারা বিশেষ প্রক্রিয়ায় ককটেল দুটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

মেট্রোরেল পুলিশের কর্তব্যরত একজন কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল আটটার দিকে কাজীপাড়া এলাকায় ২৮৮ ও ২৮৯ নম্বর পিয়ারের মাঝামাঝি ফ্ল্যাটলাইনে দুটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়। পরে বোমা নিষ্ক্রিয়করণ একটি ইউনিট এসে সেগুলো অপসারণ করে।

ককটেল রাখার সঙ্গে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ।

ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে তা অধিকতর তদন্তের জন্য কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের মামলার রায়কে কেন্দ্র করে গত সপ্তাহখানেক ধরে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। পুলিশ এই ধরনের কার্যকলাপের জন্য কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের নেতা-কর্মীদের দায়ী করছে। মেট্রোরেল লাইনে ককটেল পাওয়ার ঘটনাও সেই চলমান অস্থিতিশীলতার অংশ কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.