রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনের একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। বৈদ্যুতিক খুঁটির আগুন নিচে পড়ায় ফুটপাতে থাকা কয়েকটি দোকান আংশিক পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে হঠাৎ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের দিকে মসজিদের সামনের বৈদ্যুতিক খুঁটিতে আগুন দেখা যায়। প্রাথমিক ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
খুঁটিতে লাগা আগুনের ফুলকি ও অংশ বিশেষ নিচে ফুটপাতে ছড়িয়ে পড়ে। এর ফলে খুঁটির নিচে থাকা কয়েকটি অস্থায়ী দোকানের কিছু অংশ পুড়ে যায় এবং দোকানিদের জিনিসপত্রের ক্ষতি হয়।
প্রত্যক্ষদর্শী ও ভিডিওর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খুঁটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং আগুনের ফুলকি নিচে ঝরছে। এ দৃশ্য দেখে ফুটপাতের দোকানিরা দ্রুত নিজেদের মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন।
আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রোজিনা আক্তার গণমাধ্যমকে বলেন, "বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত সেখানে যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়।"
রোজিনা আক্তার নিশ্চিত করেন যে এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বায়তুল মোকাররমের সামনে সবসময় প্রচুর মানুষের ভিড় থাকে। ব্যস্ত সময়ে বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনায় আশপাশের পথচারী ও ফুটপাতের অস্থায়ী দোকানিদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।