× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চট্টগ্রামে ৫.৭ মাত্রার কম্পনে হেলে পড়ল ৬ তলা ভবন

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২১ নভেম্বর ২০২৫, ১৯:৪৯ পিএম । আপডেটঃ ২১ নভেম্বর ২০২৫, ২০:১৮ পিএম

ভূমিকম্পের পর হেলে পড়েছে ৬ তলা ভবন। বেলা ৩টায় তোলা ছবিতে স্পষ্ট, আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মধ্যে। ছবি: সংগৃহীত

৫ বছর আগে হেলে পড়া ৬ তলা 'স্টার ভবন' আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে আঘাত হানা ৫.৭ মাত্রার ভূমিকম্পে আরও ঝুঁকে পড়েছে। চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকায় অবস্থিত এই ভবনটি পরিদর্শনে গেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশ সদস্যরা। ভবনটি এর মধ্যেই ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

আজ সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পের পরই মনসুরাবাদ এলাকার স্টার ভবনটি নতুন করে হেলে পড়ার বিষয়টি স্থানীয়দের নজরে আসে। ভবনটির ছাদ পাশের আরেকটি ভবনের দিকে আরও বেশি ঝুঁকে গেছে।

পরিদর্শন: বেলা সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিস ও ডবলমুরিং থানা পুলিশের একটি দল ভবনটি সরেজমিনে পরিদর্শন করে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ গণমাধ্যমকে জানান, ভূমিকম্পের পর ভবনটি 'আরও একটু হেলে পড়েছে'। তিনি বলেন, "বিষয়টি দেখার দায়িত্ব চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ)। এ বিষয়ে তাদের জানানো হয়েছে।

সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস নিশ্চিত করেন, ভবনটিকে এরই মধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এখন নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দা ও পাশের ভবনের মালিক আবদুল্লাহ বিন আশরাফ জানান, প্রায় পাঁচ বছর আগে একবার ভবনটি হেলে পড়েছিল। তখন সরকারি সংস্থাগুলোকে ডাকা হলে সিডিএ কর্তৃপক্ষ ওপরের দুই তলা ভেঙে ফেলার পরামর্শ দিয়েছিল, কিন্তু সেই পরামর্শ মানা হয়নি।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, ভবনটির মালিক ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম।

বর্তমানে ভবনটিতে আলহাজ্ব মোস্তফা হাকিম ডায়াবেটিক কেয়ার সেন্টার ছাড়াও ওপরের তলায় কয়েকটি পরিবার বসবাস করে।

জানতে চাইলে ভবনটির মালিক মোহাম্মদ মনজুর আলম গণমাধ্যমকে বলেন, ভবনটি পরিদর্শন করা হয়েছে। আমরা কোনো ঝুঁকি নেব না। নিয়ম অনুযায়ী প্রকৌশলীর পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেব।

দেশের অন্যান্য স্থানের মতো চট্টগ্রামেও আজ সকালে তীব্রভাবে ভূমিকম্প অনুভূত হয়।

  • সময়: সকাল ১০টা ৩৮ মিনিট
  • মাত্রা: ৫.৭ (বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী)
  • উৎপত্তিস্থল: নরসিংদীর মাধবদী


এদিকে, এই ভূমিকম্পে রাজধানী ঢাকার কয়েকটি এলাকার ভবন হেলে পড়ার বা ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও পাওয়া গেছে। চট্টগ্রামেও একটি ঝুঁকিপূর্ণ ভবনের নতুন করে হেলে পড়া নগরবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.