× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভূমিকম্পে নরসিংদীর পলাশে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে বৃদ্ধ নিহত

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২১ নভেম্বর ২০২৫, ১৯:২৩ পিএম । আপডেটঃ ২১ নভেম্বর ২০২৫, ১৯:২৩ পিএম

নরসিংদীর পলাশ উপজেলার মালিতা গ্রামে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে ধসে পড়া মাটির ঘরের দেয়াল। এই দেয়াল চাপায় কাজম আলী ভূঁইয়া নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে নরসিংদীর পলাশ উপজেলায় মাটির ঘরের দেয়াল ধসে চাপা পড়ে কাজম আলী ভূঁইয়া (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। কাজম আলী ভূঁইয়া উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা গ্রামের পশ্চিমপাড়া এলাকার প্রয়াত বশর উদ্দিন ভূঁইয়ার ছেলে।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, নিহত কাজম আলী ভূঁইয়া সকালে তাঁর দুই নাতি-নাতনিকে নিয়ে তাদের পারিবারিক মাটির ঘরটিতে অবস্থান করছিলেন। সাধারণত ঘরটি ফাঁকা থাকলেও এদিন তিনি সেখানে ছিলেন। ভূমিকম্পের তীব্র ঝাঁকুনি শুরু হলে দুই নাতি-নাতনি দ্রুত ঘর থেকে বেরিয়ে আসতে পারলেও বৃদ্ধ কাজম আলী ভূঁইয়া বের হতে পারেননি।

মুহূর্তের মধ্যে ঘরের একটি দেয়াল ধসে তাঁর ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। কিন্তু নরসিংদী নেওয়ার পথেই আনুমানিক দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। পরে স্বজনেরা তাঁর লাশ নিয়ে বাড়িতে ফিরে আসেন।

নিহত কাজম আলীর চাচাতো ভাই আউয়াল মিয়া জানান, বাদ মাগরিব নিজ বাড়ির মসজিদ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে।

পলাশ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "ভূমিকম্পে মাটির ঘরের দেয়াল ধসে ওই বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর দুই নাতি-নাতনি ঘর থেকে বের হতে পারলেও তিনি পারেননি।"

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকালের এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭ (৫ দশমিক ৭), যার কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকা। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) রিখটার স্কেলে এর তীব্রতা ৫.৫ (৫ দশমিক ৫) রেকর্ড করেছে।

কয়েক সেকেন্ডের এই কম্পনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ ঝাঁকুনি টের পেয়ে মানুষ ঘরবাড়ি ও বহুতল ভবন থেকে দ্রুত খোলা জায়গা বা সড়কে বেরিয়ে আসে।

সকালের এই ভূমিকম্পে এখন পর্যন্ত সারা দেশে মোট ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে নরসিংদীর এই বৃদ্ধ ছাড়াও পুরান ঢাকা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই শিশুসহ চারজন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার শোকবার্তায় আরও একজন নিহত হওয়ার কথা জানা গেছে।

এছাড়াও, আতঙ্ক ও আঘাতের কারণে ঢাকা, গাজীপুর এবং নরসিংদীতে দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, নরসিংদী সদর হাসপাতাল ও জেলা হাসপাতালে ভূমিকম্পের পর আঘাত, অজ্ঞান হয়ে যাওয়া ও প্যানিক অ্যাটাকের কারণে ৬২ জন চিকিৎসা নিতে এসেছেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.