ভূমিকম্পের পর পরই আহত অনেককে আনা হয় গাজীপুরের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে। ছবি: সংগৃহীত
১০টা ৩৮ মিনিটে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ার পর গাজীপুরের বিভিন্ন শিল্প-কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। বহুতল ভবন থেকে নামতে গিয়ে পদদলিত ও হুড়োহুড়ির শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন অন্তত ২৫২ জন। আহতদের অধিকাংশ পোশাক শ্রমিক এবং তাঁদের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত কয়েক সেকেন্ডের শক্তিশালী ভূমিকম্পে শিল্প অধ্যুষিত গাজীপুর জেলায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। উঁচু ভবন দুলতে শুরু করলে ঘরবাড়ি, অফিস, শিল্পকারখানা, দোকানপাট থেকে মানুষ দ্রুত খোলা জায়গায় ছুটে আসে। এই আতঙ্কের জেরে জেলার বেশ কয়েকটি শিল্পকারখানায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেক শ্রমিক আহত হন।
গাজীপুরের সরকারি হাসপাতালগুলোয় বিকেল পাঁচটা পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, ভূমিকম্পে আহত হয়ে কমপক্ষে ২৫২ জন মানুষ ভর্তি আছেন, যাঁদের বেশিরভাগই পোশাকশ্রমিক।
আহতদের মধ্যে গুরুতর জখম ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বেসরকারি হাসপাতাল বা বাড়িতে ফিরে গেছেন বলে জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান।
মহানগরী এবং জেলার বিভিন্ন কারখানায় শ্রমিকেরা তাড়াহুড়ো করে নামতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন।
টঙ্গী: মহানগরীর টঙ্গী এলাকায় পিনাকী গার্মেন্টস এবং ফ্যাশন প্লাস গার্মেন্টসের শ্রমিকদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। শ্রমিকেরা দ্রুত ভবন থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে গেট এবং সিঁড়িতে প্রচণ্ড ভিড় ও হুড়োহুড়ির সৃষ্টি হয়। এ সময় অনেক শ্রমিক পদদলিত হন, শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান এবং আতঙ্কে অনেকে জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে আনা হয়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. ওহেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, "আতঙ্কে বের হতে গিয়ে অনেক শ্রমিক আহত হয়েছেন। তাঁদের দ্রুত হাসপাতালে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।"
জেলার শ্রীপুর থানাধীন ডেনিম্যাক ডেনিম লিমিটেডে কর্মরত দেড় শতাধিক শ্রমিক তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হন। সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে কেওয়া পূর্বখণ্ড গারোপাড়া এলাকায় অবস্থিত ডেনিমেক কারখানায় এই দুর্ঘটনা ঘটে।
এছাড়াও মহানগরীর বাসন থানাধীন কোজিমা লিরিক কারখানা, লীবাস টেক্সটাইল লিমিটেড, হাসান তানভীর, ডে ফ্যাশন এবং কোস্ট টু কোস্টু নামক কারখানার শ্রমিকেরা তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হয়েছেন।
টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ইশরাত জাহান (এনি) জানান, ভূমিকম্প হওয়ার ১০ মিনিটের মধ্যে আমরা প্রচুর রোগী পাই, যাদের অধিকাংশই কারখানা শ্রমিক। এদের মধ্যে অনেকেই ভয়ে অসুস্থ হয়েছেন। আমরা অন্তত শতাধিক মানুষকে চিকিৎসা দিয়েছি এবং যাঁদের অবস্থা গুরুতর, তাঁদের অন্য হাসপাতালে পাঠিয়েছি।
বিষয় : আহত ঢাকা বিভাগ গাজীপুর ভূমিকম্প শ্রমিক
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
