× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা আহমেদ মারা গেছেন

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২১ নভেম্বর ২০২৫, ০২:২৭ এএম । আপডেটঃ ২১ নভেম্বর ২০২৫, ০২:২৮ এএম

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা আহমেদ। ফাইল ছবি

উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা আহমেদ (৭৬) আর নেই। বৃহস্পতিবার (২০ নভেম্বর, ২০২৫) সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি কিডনিজনিত জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আনোয়ারা আহমেদকে বুধবার (১৯ নভেম্বর) স্কয়ার হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানেই বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২১ মিনিটে তাঁর মৃত্যু হয়। তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী মো. হাচনাইন এবং আনোয়ারা আহমেদের ভাই কামরুল আহসান পিন্টু তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।


  • দাফন: প্রয়াত আনোয়ারা আহমেদের মরদেহ শুক্রবার (২১ নভেম্বর) সকালে তাঁর পৈতৃক নিবাস ভোলা শহরের তালুকদার বাড়িতে নেওয়া হবে। সেখানে বাদ জুমা ভোলার বাংলাবাজার এলাকায় জানাজা শেষে ফাতেমা খানম জামে মসজিদের পাশের কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

আনোয়ারা আহমেদ ছিলেন ভোলার সম্ভ্রান্ত তালুকদার বাড়ির মরহুম সফিজুল ইসলাম তালুকদারের (অন্যসূত্রে মফিজুল ইসলাম তালুকদার/মফিজুল হক তালুকদার) বড় মেয়ে। ১৯৬৪ সালে ছাত্রনেতা তোফায়েল আহমেদের সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে তাঁর পাশে থেকেছেন।

মৃত্যুকালে তিনি স্বামী তোফায়েল আহমেদ, একমাত্র মেয়ে ডা. তাসলিমা আহমেদ মুন্নি এবং মেয়ের জামাতা ডা. তৌহিদসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.