× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাসিনা রায়ে উল্লাস: বরিশালে কোন্দলে ছাত্রদল নেতা খুন

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৮ নভেম্বর ২০২৫, ০৪:১৭ এএম । আপডেটঃ ১৮ নভেম্বর ২০২৫, ০৪:১৭ এএম

হত্যা। প্রতীকী ছবি

বরিশালের বাবুগঞ্জে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে মিষ্টি বিতরণ অনুষ্ঠানে অভ্যন্তরীণ কোন্দলের জেরে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ছাত্রদলের এক নেতা। নিহত রবিউল ইসলাম (৩০) বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিলেন। এই ঘটনায় জড়িত সন্দেহে মূল অভিযুক্তসহ কয়েকজনের খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর স্টিলব্রিজ এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বছর জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এই রায়কে স্বাগত জানিয়ে জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের নেতা-কর্মীরা আগরপুর স্টিলব্রিজ এলাকায় মিষ্টি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠান চলাকালে ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রবিউল ইসলাম এবং একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল নেতা মো. আউয়াল হাওলাদার, মো. রাসেল ও মো. শাকিলের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, মিষ্টি বিতরণ অনুষ্ঠানে দাওয়াত পাওয়া না–পাওয়া নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এই সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে স্বেচ্ছাসেবক দল নেতা মো. আউয়াল হাওলাদার, যিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন বলে জানা গেছে, ছাত্রদল নেতা রবিউল ইসলামের ওপর হামলা চালান।

হামলার সময় ধারালো ছুরি দিয়ে রবিউল ইসলামকে কুপিয়ে ও আঘাত করে গুরুতর জখম করা হয়। দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।

আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন নিশ্চিত করেন যে পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। নিহত রবিউল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.