ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ডাম্পিংয়ে রাখা পরিত্যক্ত একটি লেগুনাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটলে মুহূর্তেই থানার অভ্যন্তর ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পোস্তাগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ারদার বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার রাত ১০টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরোও বলেন, ডাম্পিং করে রাখা পরিত্যক্ত লেগুনাটি সম্পূর্ণ আগুনে পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী এটি আগুন লাগানো হয়েছে বলেই মনে হচ্ছে।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, দুজন ব্যক্তি দ্রুত লেগুনাটির গায়ে আগুন ধরিয়ে দেন। ঠিক সেই মুহূর্তে থানায় আসা এক নারীর চিৎকারে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
নাম প্রকাশ্য অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, এলাকাবাসীর মধ্যে এই ঘটনা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। স্থানীয়দের অনেকে এই ঘটনাকে পরিকল্পিত নাশকতার ইঙ্গিত হিসেবে দেখছেন। তারা বলছেন, "যারা নিরাপত্তা দেবে, তাদের থানার সামনেই এভাবে আগুন লাগানো খুবই উদ্বেগজনক।"
এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন বলেন, এটি নাশকতা নাকি দুর্ঘটনা, তা আমরা এখনও নিশ্চিত নই। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে এবং আমরা বিষয়টি খতিয়ে দেখছি।