× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএনপি কর্মীর থাপ্পড়ে বৃদ্ধের মৃত্যু, থানায় লিখিত অভিযোগ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৭ নভেম্বর ২০২৫, ০১:৪৪ এএম । আপডেটঃ ১৭ নভেম্বর ২০২৫, ০১:৪৫ এএম

বিএনপি কর্মীর মারধরে নিহত শামসুল শেখ (ইনসাইটে)।

ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা ধুলটপাড়া গ্রামে মো. সোহেল শেখ নামে এক বিএনপি কর্মীর মারধরে শামসুল শেখ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। বিদেশে লোক পাঠানো নিয়ে টাকা লেনদেন এবং জোর করে সাদা স্ট্যাম্পে সই নেওয়ার জের ধরে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।

মৃত শামসুল শেখের দ্বিতীয় স্ত্রী লিপি বেগম রোববার (১৬ নভেম্বর) দুপুরে অভিযুক্তদের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং অভিযোগটি খতিয়ে দেখছে।

নিহত শামসুল শেখের প্রথম স্ত্রী রিনা বেগম অভিযোগ করেন, তার প্রথম পক্ষের ছেলে রনি শেখ গত বছর স্থানীয় নাজমুল হাসানের দুলাভাইকে বিদেশে পাঠানোর চেষ্টা করেন, কিন্তু সফল হননি। এ কারণে নাজমুলের পক্ষ থেকে রনির পরিবারের ওপর টাকা ফেরত দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল।

তিনি জানান, তার স্বামী হার্টের রোগী ও ডায়াবেটিসে ভুগছিলেন। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নাজমুল হাসান, এলাকার বিএনপি কর্মী মো. সোহেল শেখ, মনির পাটোয়ারী ও তুজাম শেখ তাদের বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে সোহেল তার স্বামী শামসুল শেখকে গালিগালাজ করে থাপ্পড় মারেন।

রিনা বেগমের দাবি, থাপ্পড় মারার পরই শামসুল শেখ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে রাত বাড়লে তার অবস্থা আরও খারাপ হয়। দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আজ (রোববার) ভোরে সেখানেই তার মৃত্যু হয়।

নিহত শামসুল শেখের ছোট ছেলে, স্পেনপ্রবাসী রাকিব শেখ হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানান, তাদের কাছে যে টাকা পাওনা ছিল, তা অনেক আগেই মিটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু অভিযুক্ত বিএনপি কর্মী সোহেল ৬ মাস আগে জোর করে তার বাবার কাছ থেকে একটি সাদা স্ট্যাম্পে সই নিয়েছিলেন। এরপর আবার নতুন করে ৬ লাখ টাকা দাবি করা হচ্ছিল।

রাকিব শেখ অভিযোগ করেন, "আমরা দুই ভাই বিদেশে থাকি, আর আমাদের পরিবার নীরব চাঁদাবাজির শিকার হচ্ছিল। ওরা ক্ষমতাশালী হওয়ায় কিছু বলতে পারছিলাম না। স্ট্যাম্পে সই নেওয়ায় টাকা না দিয়ে উপায়ও ছিল না।"

চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত.ম. মাসুদ পারভেজ এ বিষয়ে বলেন, বিদেশে পাঠানো নিয়ে তাদের মধ্যে টাকা লেনদেন ছিল, এটি সত্য। তবে কারও বাড়িতে গিয়ে মারধর করা সম্পূর্ণ বেআইনি। তিনি আশা প্রকাশ করেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ সঠিকভাবে তদন্ত করে ব্যবস্থা নেবে।

ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদ আলম জানান, "নিহতের স্ত্রী একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।"

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.